• থামতে বলাই কাল হল, বেপরোয়া প্রচণ্ড গতির গাড়ি সজোরে ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে চম্পট! ...
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে বেপাত্তা গাড়ি! গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ কর্মিকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, পরে অবস্থা অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার গোটা ছবিটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুরের পিয়ারাপুর সংলগ্ন দিল্লী রোডে। কর্মরত অবস্থায় ছিলেন চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মি সরোজ কুমার দাস। তখনই কলকাতা থেকে বর্ধমানমুখী একটি চারচাকা গাড়ি প্রচন্ড গতিতে ওই ট্রাফিক কর্মিকে ধাক্কা মারে। গাড়ির গতি বেশি থাকায় ট্রাফিক কর্মী ছিটকে পড়ে যান অনেকটা দূরে। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত ট্রাফিক কর্মিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। 

    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় গার্ডরেল রয়েছে। সেখানে হাত দেখিয়ে গাড়ি থামাতে চাইছেন ওই ট্রাফিক কর্মী। তখন গাড়িটি না দাঁড়িয়ে কর্তব্যরত ট্রাফিক কর্মী সরোজ কুমার দাসকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। এই প্রসঙ্গে চন্দননগর পুলিশের এডিসিপি ট্রাফিক দেবাশিষ সরকার জানিয়েছেন,  ওই গাড়ির খোঁজে তল্লাশী চলছে। চিকিৎসা চললেও আহত ট্রাফিকের অবস্থা স্থিতিশীল।

     
  • Link to this news (আজকাল)