• চিংড়িঘাটার সমস্যা সমাধানে আগামী ৯ সেপ্টেম্বর বৈঠকে বসছে সব পক্ষ
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া কাজ সম্পূর্ণ করা এবং  জটিলতা কাটাতে আগামী, মঙ্গলবার সব পক্ষই বৈঠকে বসবে। আজ, বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। বৈঠকটি হবে পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে। আগামী ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২টো ৩০ মিনিটে বৈঠক আয়োজন করতে বলা হয়েছে। সেই বৈঠকে থাকবেন রাজ্য সরকার, পুলিস, কেএমডিএ, মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর প্রতিনিধিরা। আদালত জানিয়েছে, জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সদর্থক বৈঠক করতে হবে। গতকাল, বুধবার আদালত জানিয়েছিল কবে বৈঠকে বসা হবে তা বৃহস্পতিবার হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে। আজ, বৃহস্পতিবার সেইমতো জবাব পেশ করে রাজ্য।  
  • Link to this news (বর্তমান)