ঝড়খালিতে মৃত্যু বাঘিনী সোহানির, নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বুধবার দুপুরে মৃত্যু হয়েছে বাঘিনী ‘সোহানি’র। তার বয়স হয়েছিল ২৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল সে। সম্প্রতি মানসিক অবসাদেও ভুগছিল এই রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নাম দিয়েছিলেন।
কয়েক মাস আগেই সোহানির সঙ্গী ‘সোহান’-এর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই একা হয়ে পড়ে সোহানি। ধীরে ধীরে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, দেখা দেয় একাধিক শারীরিক সমস্যা। চোখে ছানি পড়ার সমস্যাও ছিল। বুধবার দুপুরে আচমকা নিস্তেজ হয়ে পড়ে সে। বনদপ্তরের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। বৃহস্পতিবার পশু চিকিৎসকদের একটি দল ঝড়খালি কেন্দ্রে পৌঁছে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে যথাযথ মর্যাদায় বাঘিনীর শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে ‘সোহানি’ ও ‘সোহান’ নাম দেন দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে। সেই সময় থেকেই ‘সোহানি’ ছিল কেন্দ্রের অন্যতম আকর্ষণ। এই কেন্দ্র তৈরি হওয়ার পর এনিয়ে তৃতীয় রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এক মাস আগেই সুন্দরবনের বনি ক্যাম্পেও মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক বাঘের। পরপর দুই বাঘের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে বনকর্তাদের মধ্যে। বাঘ সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ করার পরিকল্পনা করা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে খবর।