চাকরিহারা ‘অযোগ্য’দের গ্রুপ সি পদে নিয়োগের চিন্তা, মানবিকতার বার্তা মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া এসএসসি ২০১৬ সালের প্যানেলের চাকরি হারানো ‘অযোগ্য’ প্রার্থীদের প্রতি মানবিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসে ধনধান্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, এই প্রার্থীরা যদিও আর শিক্ষক পদে ফিরতে না পারেন, তবে যেন অন্তত গ্রুপ সি পদে চাকরির সুযোগ পান, সেই চেষ্টাই করছে রাজ্য সরকার।
প্রায় এক দশক ধরে শিক্ষকতা করে আসা ১৮০৬ জন প্রার্থীকে সম্প্রতি ‘অযোগ্য’ বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকা প্রকাশের পর থেকেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আইনজীবীদের সঙ্গে আলোচনা করে দেখা হচ্ছে, কীভাবে তাঁদের পাশে আইনগতভাবে দাঁড়ানো যায়। আমরা মানবিকভাবে ভাবছি, কেউ যেন হতাশ না হন।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যায়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও, ১৮০৬ জন অযোগ্য ঘোষিত প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না।মুখ্যমন্ত্রীর দাবি, ‘আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আমি আদালতকে দোষ দিচ্ছি না, কিন্তু কয়েকজনের অনিয়মের কারণে বহু মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’
তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে মোট ৫৬ হাজার শিক্ষক পদের শূন্যতা রয়েছে। এর মধ্যে ৩৫,৭২৬টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবশিষ্ট ২১ হাজার পদের ক্ষেত্রেও শীঘ্রই নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা চাই দ্রুত নিয়োগ হোক। কিন্তু আইনের জটিলতা আমাদের আটকে রাখছে।’ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের মানবিক অবস্থান কতটা আইনি চ্যালেঞ্জ পেরোতে পারবে, তা সময় বলবে। তবে চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়ানোর এই প্রয়াস নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।