সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। টেক অফের ঠিক আগের মুহূর্তেই বিমানের নাকে ধাক্কা খেল একটি পাখি। এরপরই তড়িঘড়ি বিমানটি থামিয়ে দেন চালক। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে ঘটনায় বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু টেক অফের ঠিক আগের মুহূর্তে আচমকা বিমানটির নাকে ধাক্কা খায় একটি পাখি। এরপরই উড়ানের ভিতর ঝাঁকুনি হয়। তড়িঘড়ি বিমানটিকে রানওয়েতেই থামিয়ে দেন চালক। তবে এর জেরে বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর বিমানটিকে রানওয়ে থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সুরক্ষিতভাবে যাত্রীদের অবতরণ করানো হয়।
এই ঘটনার জেরে এদিনের জন্য বিমানটিকে বাতিল করে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, “বিজয়ওয়ারা থকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বিজয়ওয়ারা বিমানবন্দরেই উড়ানটির সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। ফলে নিরাপত্তার কারণে বিমানটিকে বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনার আমরা দুঃখিত।”