• মোদির সফরের আগেই বড় সাফল্য! মণিপুরের ‘জীবনরেখা’ খুলে দিল কুকিরা, ফিরবে শান্তি?
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বছরেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। অবশেষে ‘সুদিন’ ফেরার চিহ্ন দেখা যাচ্ছে উত্তরপূর্বের রাজ্যটিতে। বৃহস্পতিবার কেন্দ্র এবং মণিপুর সরকার কুকি-জো গোষ্ঠীর সঙ্গে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতেই ২ নম্বর জাতীয় সড়ক অবাধ চলাচলের জন্য খুলে দিতে সম্মত হয়েছে কুকি গোষ্ঠী। এই মহাসড়ক আসলে মণিপুরের জীবনরেখা। ২০২৩ সালের মে থেকে জাতি-সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। এবার সেই সংঘর্ষদীর্ণ মণিপুরে সফরের সম্ভাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সব মিলিয়ে শান্তি ফেরার আশায় বুক বাঁধছেন মণিপুরের বাসিন্দারা। 

    জানা যাচ্ছে, কুকি-জো কাউন্সিল যাত্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্রের অবাধ চলাচলের জন্য জাতীয় সড়ক ২ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন ধরে নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের এবং কুকি-জো কাউন্সিলের (কেজেডসি) একটি প্রতিনিধি দলের মধ্যে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সড়ক-২-এ শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে কেজেডসি।

    গত বছরের ফেব্রুয়ারি মাসে এই চুক্তি থেকে সরে আসে মণিপুর সরকার। এরপরই চুক্তি নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রক, মণিপুর সরকার, কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্টের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই নতুন শর্তের ভিত্তিতে নতুন চুক্তি স্বাক্ষরিত হয় একবছরের জন্য। কুকি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং ইউপিএফ তাদের সাতটি ক্যাম্প অন্যত্র সরিয়ে নিয়ে যেতেও সম্মত হয়েছে। পাশপাশি, দুই পক্ষই মেনে নিয়েছে, মণিপুরে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।

    অন্যদিকে, জাতিহিংসায় উত্তপ্ত মণিপুরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! বিরোধীদের লাগাতার চাপের পর আগামী মাসে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর মণিপুর সফরের পরিকল্পনা করা হচ্ছে। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান। সেখানকার মানুষের দুরবস্থার ছবি নিজের চোখে দেখে আসুন। কিন্তু দু’বছর কেটে গেলেও মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী। মণিপুরে শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা পড়েছিল ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ হিংসার আগে। এবার তাঁর মণিপুর সফর ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। 
  • Link to this news (প্রতিদিন)