• ‘ওরা শিশুদের টফিতেও ট্যাক্স চাপিয়েছিল’, GST নিয়ে কংগ্রেসকে তুলোধোনা মোদির
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি কাঠামোয় বড়সড় রদবদল ঘোষিত হয়েছে বুধবার সন্ধ্যায়। বৃহস্পতিবার সেই ইস্যুতেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কংগ্রেস তাঁদের শাসনকালে দেশের সাধারণ পরিবারগুলির উপর মারাত্মক করের বোঝা চাপিয়েছিল। এমনকী টফি-লজেন্সের উপরেও ট্যাক্স চাপানো হয়েছিল। সেই সঙ্গে নয়া জিএসটি কাঠামোর প্রশংসা করে মোদির দাবি, দেশের উন্নতিতে জিএসটি ২.০ দ্বিগুণ সাহায্য করবে। তাঁর মতে, ভারতকে আত্মনির্ভর করার জন্য এই সংস্কার ধারাবাহিকভাবে চলতে থাকবে।

    প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস শিশুদের টফির উপরও কর চাপিয়েছিল। মোদি যদি এটা করতেন, তাহলে তাঁরা আমার চুল টেনে ছিঁড়ে ফেলত।” কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, কংগ্রেস সরকার সাধারণ মানুষের রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং কৃষিকাজ, এমনকী ওষুধের উপরেও উচ্চহারে কর চাপিয়েছিল। কংগ্রেসের তীব্র সমালচনা করে মোদি অভিযোগ করেন, “যদি সেই শাসনব্যবস্থা অব্যাহত থাকত, তাহলে ১০০ টাকার জিনিস কিনতে আপনাকে ২০-২৫ টাকা কর দিতে হত। কিন্তু আমাদের সরকারের লক্ষ্য হল সাধারণ মানুষের জীবনে সর্বাধিক সঞ্চয় নিশ্চিত করা এবং তাঁদের জীবন উন্নত করা।”

    তিনি বলেন, “সময়োপযোগী পরিবর্তন না করা হলে, বিশ্ব রাজনীতিতে ভারত তার যথাযথ স্থান পাবে না। ভারতকে স্বনির্ভর করার জন্য পরবর্তী প্রজন্মের সংস্কার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বুধবার জিএসটি কাউন্সিলের অনুমোদিত সংস্কারে, রুটি থেকে শুরু করে চুলের তেল, আইসক্রিম এবং টিভি পর্যন্ত সাধারণ মানুষের ব্যবহারের সব জিনিসের দাম কমবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবিমার উপর করের পরিমাণ শূন্যে নামিয়ে আনা হবে বলেও জানা গিয়েছে। অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি এবং মার্কিন শুল্কের ধাক্কা কমাতে সমস্ত ব্যক্তিগত ব্যবহারের জিনিস এবং মধ্যবিত্তদের ব্যবহারের অন্যান্য পণ্যের দাম কমবে।

    অন্যদিকে, এই নয়া জিএসটিকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। তবে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়েনি। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য, “নতুন জিএসটি কাঠামোকে আমরা স্বাগত জানাই। কিন্তু বড্ড দেরি হয়ে গেল। ৮ বছর! এখন যে জিএসটি কার্যকর হয়ে রয়েছে সেটা শুরুতেই চালু করা উচিত ছিল। আমরা ৮ বছর ধরেই এই কর কাঠামো নিয়ে প্রতিবাদ জানিয়ে চলেছি। কিন্তু এতদিন সরকার বধিরের মতো কানে আঙুল দিয়ে বসেছিল।”
  • Link to this news (প্রতিদিন)