• মজুরি বৃদ্ধির দাবি, বিনা অনুমতিতে জেলাশাসকের অফিসে বিক্ষোভ হাওড়া পুরকর্মীদের, মামলা করল পুলিশ
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: মজুরি বৃদ্ধির দাবিতে বিনা নোটিসে বারবার পুরসভা ও জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অস্থায়ী সাফাই কর্মীরা। তাতে অবরুদ্ধ হয়েছে রাস্তা। আংশিক হলেও থমকেছে পরিষেবা। এছাড়া রাস্তায় যানজটতো হয়েছেই। বিনা অনুমতি এই বিক্ষোভ দেখানোর অভিযোগে হাওড়া পুরসভার বিক্ষোভরত সাফাই কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। কেন মামলা করা হল সেই প্রশ্ন তুলে আবার বৃহস্পতিবার হাওড়া পুরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। দাবি পূরণ না হলে আগামিকাল থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

    হাওড়া পুরসভার অস্থায়ী কর্মীদের দাবি, তাঁদের দৈনিক মজুরি বৃদ্ধি করে মাসিক ২০ থেকে ২৫ হাজার টাকা করতে হবে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এই বিষয়টি জানার পর তাঁরা আজ বৃহস্পতিবার ফের হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে ফের এদিন উত্তাল হয় হাওড়া পুরসভা চত্বর।সাফাই কর্মীদের সংগঠন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য সভাপতি সুজিৎ বাল্মিকী বললেন, “দাবি মতো সাফাই কর্মীদের বেতন কাঠামো না করলে ও পুলিশে দায়ের করা মামলা না তুললে লাগাতার ধর্মঘট করা হবে।” প্রয়োজনে ৫ সেপ্টেম্বর শুক্রবার থেকেই সাফাই কর্মীরা ধর্মঘট করার হুমকি দেন।

    এই প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বললেন, ‘‘পুরসভার সাফাই কর্মীদের একাংশ বারবার রাজনৈতিক উদ্দেশ্যে হাওড়া পুরসভা ঘেরাও করেন ও রাস্তা অবরোধ করেন। ওঁনারা জানেন অস্থায়ী কর্মীদের ওভাবে মজুরি বা বেতন বাড়ানো যায় না। ওঁদের অন্যায্য দাবি মানা সম্ভব নয়। রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া সর্বোচ্চ দৈনিক ২০২ টাকা মজুরি সাফাই কর্মীদের দেয় হাওড়া পুরসভা। রাজ্য সরকার টাকা না বাড়ালে হাওড়া পুরসভা ওভাবে টাকা বাড়াতে পারে না।” কিন্তু অভিযোগ দায়ের হল কেন?সুজয়বাবু বলেন, “বারবার পুরসভা এভাবে ঘেরাও করায় পুলিশ প্রশাসন আইন মেনেই মামলা করেছে। এখানে পুরসভার কিছু করার নেই।”
  • Link to this news (প্রতিদিন)