• উৎসবের উপহার, এবার পুজোয় প্রকাশ পাবে মুখ্যমন্ত্রীর লেখা ১৭টি গান!
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এবার পুজোয় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭টি গান। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। শোনা যাচ্ছে এবার কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের পুজোর থিম সং লিখতে পারেন তিনি।

    এর আগে দক্ষিণ কলকাতার বড় পুজো সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছিলেন মমতা।গত কয়েক বছর ধরেই সুরুচি সংঘের দুর্গাপুজোর থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী। এবার উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোর থিম সঙে তাঁর কথা থাকবে বলে শোনা যাচ্ছে। তবে কী গান তা জানা যায়নি। সঠিক সময়ে সেই গান প্রকাশিত হবে বলে সূত্র মারফত খবর।

    আগে সুরুচি সংঘের ‘মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে..’র মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি। ২০২৩ সালে স্পেন সফরের সময় সেই গান লিখেছিলেন তিনি। মুখ‌্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ‌্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা। সব ঠিক থাকলে এইবার সেই তালিকায় জুড়তে চলেছে টালা প্রত্যয়ের নামও। এছাড়াও পুজোয় মমতার উপহার আরও ১৬টি গান।

    এদিকে বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বাঙালি অস্মিতার গান বেঁধেছেন মমতা। লিখেছেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ যা গেয়ে শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গান লেখার পাশাপাশি মমতা কবিতাও লেখেন সে কথা প্রায় সবার জানা। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, মোট দেড় হাজার কবিতা তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, পুজোয় এবার তাঁর সব মিলিয়ে ১৭টি গান প্রকাশ পাবে।
  • Link to this news (প্রতিদিন)