সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের আরও প্রসার। মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি হল তাদের। গত বুধবার এই চুক্তি হয়। মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির ফলে জাহাজের নকশার আরও উন্নতি হবে বলেই আশা।
কাজের গুণগত মানের নিরিখে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেড একেবারে প্রথম সারির সংস্থা। তাই এই সংস্থার মাধ্যমে নৌবাহিনীর জাহাজগুলির নকশা-সহ একাধিক ক্ষেত্রে আরও উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে। জাহাজগুলির নিরাপত্তার দিকটিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে এই চুক্তির ফলে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের যে আরও উন্নতি হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
উল্লেখ্য, একাধিক উজ্জ্বল পদক্ষেপে ‘আত্মনির্ভর ভারতে’র স্বপ্ন দেখাচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স। বিদেশের দিকে না তাকিয়ে জাহাজ নির্মাণ প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতেই GAINS ২০২৪ শুরু করেছিল গার্ডেনরিচ। মূল উদ্দেশ্য হল, গোটা দেশের একাধিক ছোট এবং নতুন সংস্থাকে জাহাজ নির্মাণে উৎসাহ দেওয়া। জাহাজের বিভিন্ন অংশ তৈরিতে বরাত দেওয়া হচ্ছে নানা সংস্থাকে। যুগ বদলের হাওয়ায় জাহাজ নির্মাণে নতুন সংস্থাগুলি কাজে লাগাবে AI প্রযুক্তিকে। দানবাকৃত জাহাজের বহিরাংশে রং করবে রোবট। এর ফলে নিখুঁত এবং দ্রুত কাজ হবে বলেই জানা গিয়েছে।