কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দফতরে ১৮টি নতুন পদ, মন্ত্রিসভার বৈঠকে পড়ল সিলমোহর
হিন্দুস্তান টাইমস | ০৫ সেপ্টেম্বর ২০২৫
রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বড় পদক্ষেপ রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একাধিক দফতরে নতুন পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর পড়ল। সরকারি সূত্রের দাবি, মোট ১৮টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে কর্মসংস্থান বাড়বে বলে মনে করছে প্রশাসন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মৎস্য দফতরে তৈরি হবে ১টি নতুন পদ, অর্থ দফতরে ২টি পদ সৃষ্টি হবে, নারী ও শিশু কল্যাণ দফতরে ১টি পদ, স্বরাষ্ট্র দফতরে ২টি নতুন পদ অনুমোদন পেয়েছে। এছাড়াও, বিদ্যালয় শিক্ষা দফতরে ১২টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরে, যেটি মুখ্যমন্ত্রী মমতার অধীনে সেখানে একাধিক নতুন পদ তৈরির অনুমোদন মিলেছে। যদিও সঠিক সংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি।
এছাড়া, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বড় সংখ্যক নার্স নিয়োগের প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রশাসনিক মহলের মতে, নতুন পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণের এই সিদ্ধান্ত মমতা সরকারের তৃতীয় মেয়াদের অন্যতম বড় উদ্যোগ। মুখ্যমন্ত্রী এর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, কর্মসংস্থান সৃষ্টি তাঁর সরকারের অন্যতম অঙ্গীকার। শিল্পক্ষেত্রে ‘সিনার্জি’ নামের নতুন পরিকল্পনা শুরু করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও সমাজকল্যাণমূলক দফতরে নতুন পদ অনুমোদন তারই ধারাবাহিকতা। এদিনের বৈঠকের পরে নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র কর্মসংস্থানের ক্ষেত্র বাড়ানোই নয়, প্রশাসনিক কাজে গতি আনাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। বিশেষত স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি হলে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন।উল্লেখযোগ্যভাবে, বিভিন্ন জনসভা থেকেই মুখ্যমন্ত্রী বারবার ইঙ্গিত দিয়েছেন যে যুবকদের জন্য নতুন চাকরির দরজা খুলতে হবে।