• স্বপ্নের শহর দুবাইয়ে স্বপ্নপূরণ, এক টিকিটেই ভাগ্য ফিরল ভারতীয় প্রবাসীর
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • একটা টিকিট। আর সেই টিকিটই এনে দিল জ্যাকপট। দুবাইয়ে রাতারাতি ভাগ্য বদলাল উত্তরপ্রদেশের এক যুবকের। লটারি জিতে তিনি পেলেন প্রায় ৩৫ কোটি টাকা। কি শুনে মাথা ঘুরছে? বিশ্বাস হচ্ছে না?

    ৩০ বছর বয়সি সন্দীপ কুমার প্রসাদ পেশায় একজন টেকনিশিয়ান। তিন বছর ধরে তিনি দুবাইতে রয়েছেন। আদতে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গত ১৯ অগস্ট সন্দীপ বন্ধুদের সঙ্গে গিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন। সেই টিকিটের নম্বর ছিল ২০০৬৬৯। কে জানত! ওই টিকিটটাই তাঁর ভাগ্য বদলে দেবে। তিন মাস আগে থেকে তিনি টিকিট কেনা শুরু করেছিলেন। আর তাতেই কেল্লাফতে।

    সন্দীপ যেখান থেকে লটারি কিনেছিলেন, তারাই তাঁকে ফোন করে খবরটা দেয়। খবরটা শুনে সন্দীপ প্রথমে বিশ্বাস করতে পারেননি। ভেবেছিলেন, কেউ তাঁর সঙ্গে মজা করছে। পরে যখন নিশ্চিত হলেন, তখন তিনি খুব খুশি হয়েছিলেন। জানা গিয়েছে, সন্দীপ বিবাহিত। তাঁর বাবা, দুই ভাই ও এক বোন রয়েছে। সন্দীপ জানান, তাঁর বাবা অসুস্থ। এই টাকা দিয়ে তিনি বাবার চিকিৎসা করাবেন। এর পাশাপাশি ভারতে ফিরে নিজের ব্যবসা শুরু করাও এখন তাঁর স্বপ্ন। সন্দীপের কথায়, ‘জীবনে এই প্রথম এত খুশি হয়েছি।’

    যেখান থেকে তিনি টিকিট কিনেছিলেন সেখানকার কর্তৃপক্ষকেও সন্দীপ ধন্যবাদ জানিয়েছেন। জীবনে কিছুটা বদলের আশায় অনেকেই এখনও লটারি কাটেন। সকলের উদ্দেশে সন্দীপ বলেন, ‘যদি চেষ্টা কর, তোমরাও জিতবে।’ একজন সাধারণ টেকনিশিয়ান, যিনি প্রতিদিন কাজের ফাঁকে নিজের পরিবারের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন, আজ সেই সন্দীপ কোটিপতি।

  • Link to this news (এই সময়)