• 'ডবল ডোজ', জিএসটি সংস্কার নিয়ে জোর সওয়াল মোদির, তুলোধনা কংগ্রেসকে...
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জিএসটি হারে বড় পরিবর্তন, মধ্যবিত্তের মুখে হাসি ফোটার অপেক্ষা। ২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন দুই স্তরের জিএসটি ব্যবস্থা। বুধবার রাতেই সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর ২৪ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংস্কারকে ভারতের উন্নয়ন ও সমর্থনের জন্য 'ডবল ডোজ' বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ সরকারের করনীতিকেও নিশানা৪ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, "সবাই এটিকে যেখানে জিএসটি ২.০ বলছে, আমি বলব এটি উন্নয়ন ও সমর্থনের ‘ডাবল ডোজ’। এর মানে হল একদিকে সাধারণ পরিবারের সঞ্চয় হবে, আর অন্যদিকে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।"

    প্রধানমন্ত্রী আরও বলেন, "এই সংস্কার সমাজের প্রায় সব শ্রেণিকেই উপকৃত করবে। গরিব, নতুন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, কৃষক, মহিলা, ছাত্রছাত্রী, যুবসমাজ, সকলেরই উপকার হবে। কর কমানোয় সবাই অনেকটা স্বস্তি পাবেন। পনির থেকে শুরু করে শ্যাম্পু ও সাবান, সবকিছুর দাম এখন অনেক সস্তা হয়ে যাবে।"

    বিরোধী কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "যখন তারা কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য এবং ওষুধ - সবকিছুর উপর কর আরোপ করেছিল। এমনকি শিশুদের চকলেটকেও ছাড়েনি ওরা।"

    বৃহস্পতিবার এক্স পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটির পরবর্তী প্রজন্মের সংস্কারের কথা বলেছিলেন। কেন্দ্র বিস্তারিত প্রস্তাব তৈরি করে জিএসটি কাউন্সিলে পাঠায়। সেই প্রস্তাবেই যুক্ত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিত এই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।' মোদীর কথায়, এই সংস্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে।

    বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারে জিএসটি থাকছে না। কাউন্সিল চূড়ান্তভাবে ৫ শতাংশ ও ১৮ শতাংশ এই দুই করহার রেখেছে। নতুন এই জিএসটিকে বলা হচ্ছে, 'নেক্সট জেন জিএসটি রিফর্ম'। তবে বিলাসবহুল কিছু পণ্যের জন্য থাকছে বিশেষ উচ্চ হার। যেমন দামি গাড়ি, তামাক ও সিগারেটের ক্ষেত্রে ৪০ শতাংশ কর ধার্য করা হবে। তবে তামাকজাত পণ্য ও সিগারেটের ওপর আগের মতোই ২৮ শতাংশ জিএসটি এবং ক্ষতিপূরণ সেস জারি থাকবে, যতদিন না ঋণ শোধ হচ্ছে।

    কোন কোন জিনিসের দাম কমলমাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, চর্মজাত দ্রব্য, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, জৈব কীটনাশক, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথর। এছাড়া ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচের বাইকের দাম কমছে।

    স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিল কেন্দ্র। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল তারমধ্যে বহু জিনিসের জিএসটি শূন্য করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধ এবং পাউরুটি। রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি।
  • Link to this news (আজকাল)