দিল্লিতে প্লাবিত আশ্রয় শিবিরও, হিমাচল প্রদেশে ধসে মৃত এক
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: বিপদসীমা ছুঁয়ে ফেলেছে যমুনা। তার জেরে জলমগ্ন রাজধানীর বিভিন্ন এলাকা। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলির অবস্থা শোচনীয়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দিল্লির পুরাতন রেলব্রিজের কাছে যমুনার জলস্তর ২০৭.৪৮ মিটার রেকর্ড করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ভারী বৃষ্টির জেরে দিল্লি-এনসিআরে জারি হয়েছে বন্যার সতর্কতা। এদিক, অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার কুলুতে ধস নামায় ভেঙে পড়ে তিনটি বাড়ি। এই ঘটনায় একজনের মৃত্যু এবং তিনজন জখম হয়েছেন। আগামী ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে যমুনা। ইতিমধ্যে দিল্লির অপেক্ষাকৃত নিচু এলাকায় জল জমে গিয়েছে। ঘরবাড়ি, চাষের জমি ছাড়াও ময়ূর বিহারে একটি ত্রাণ শিবিরও প্লাবিত। বেলা রোড ও কাশ্মীরি গেট এলাকা জলের তলায়। আলিপুরে রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত। ইতিমধ্যে প্লাবিত এলাকায় উদ্ধারে নেমেছে এনডিআরএফ। এখনও পর্যন্ত ৮ হাজারের বেশি বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে প্রায় ২ হাজার জনকে।