• বন্যা-বিপর্যস্ত পাঞ্জাবে ফের টানা বৃষ্টি, চলছে উদ্ধারকাজ
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • চণ্ডীগড়: বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। ফের মড়ার উপর খাঁড়ার ঘা! আবারও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে পাঞ্জাব ও পাশ্ববর্তী রাজ্য হরিয়ানাতে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত (২৪ ঘণ্টায়) চণ্ডীগড়ে ২০.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর জেরে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। ইতিমধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। ২৩টি জেলায় প্রায় ১.৭৫ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ১৯৮৮ সালের পর পাঞ্জাবে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রবল বৃষ্টিপাত হয়েছে জম্মু ও কাশ্মীরেও। 

    এই আবহে সেনার তৎপরতায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। জম্মুর রামকোট গ্রামে এক ন’মাসের গর্ভবতী মহিলাকে উদ্ধার করেছে সেনা। প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে ১৮ কিলোমিটার হেঁটে ওই মহিলাকে উদ্ধার করেন সেনাকর্মীরা। পরে তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, পাঞ্জাবের সাম্মোভাল গ্রামে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধাকে উদ্ধার করেছে সেনার ফ্লাড রিলিফ টিম। সেখানেও হেঁটে সেনাবাহিনী বৃদ্ধার কাছে যান। তাঁকে কাঁধে করে ৩০০ মিটার নিয়ে যান সেনারা। পরে স্বামী ও কন্যার সঙ্গে ওই বৃদ্ধাকে অমৃতসরে এক আত্মীয়র বাড়িতে পৌঁছে দেওয়া হয়। টানা বর্ষণের ফলে পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীরের নদীগুলির জলস্তর ক্রমাগত বাড়ছে। হরিয়ানার যমুনাগরের হাতনিকুণ্ড ব্যারেজ থেকে গত সোমবার সকাল ন’টায় ৩ লক্ষ ২৯ হাজার ৩১৩ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। যা এই মরশুমে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সকাল আটটায় ব্যারেজ থেকে ১.৪২ লাখ কিউসেক জল ছাড়ার খবর পাওয়া গিয়েছে।
  • Link to this news (বর্তমান)