নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর কেটে গিয়েছে চার মাস। অবশেষে নুর খান এয়ারবেসে মেরামতির কাজ শুরু করল পাকিস্তান। কয়েকদিন আগে এই বিমানঘাঁটি থেকেই এসসিও শীর্ষ বৈঠকে যোগ দিতে চীনে উড়ে গিয়েছিলেন পাকিস্তান ফিল্ড মার্শাল আসিম মুনির। মার্কিন সংস্থা মাক্সার টেকনোলজির প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে মুনিরের বিমানের রানওয়ের খুব কাছেই নতুন নির্মাণ দেখা গিয়েছে।
নুর খান এয়ারবেসকে কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহার করে পাকিস্তান। সেদেশের বিমানবাহিনীর ১২ নম্বর ভিআইপি স্কোয়াড্রন (বুরাকস) পরিচালিত হয় এই এয়ারবেস থেকেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের হাইপ্রোফাইল নেতাদের যাতায়াতের ব্যবস্থা করে এই ইউনিট। গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত ধ্বংস হয়ে যায় এই বিমানঘাঁটির একটা বড় অংশ। ভারতের হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে বিশেষ ধরনের মিলিটারি ট্রাক দেখা গিয়েছিল। যেগুলি ভারতের হামলায় ধ্বংস হয়ে যায়। প্রায় চার মাস পর অবশেষে সেখানে মেরামতির কাজ শুরু হল। দামিয়েন সাইমন নামে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘ভারতের হামলায় এয়ারবেসের বেশ কয়েকটি বিল্ডিং সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তা পুরোপুরি ভেঙে ফেলা হয়। এবার সেই স্থানে একই ধাঁচের বিল্ডিং গড়ে তোলা হচ্ছে।’ নতুন স্যাটেলাইট ছবিতে এই বিমানঘাঁটিতে পাকিস্তানের একটি ভিভিআইপি জেট বম্বার গ্লোবাল ৬০০০ ও এবং একটি মিলিটারি ট্রান্সপোর্টিং এয়ারক্রাফট দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে।