• প্রধানমন্ত্রীর মাকে অপমান : বিহার বন্‌ধ ঘিরে তরজা শাসক-বিরোধীর
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা কে কুকথা।  এর প্রতিবাদে বৃহস্পতিবার শাসক শিবির এনডিএ বিহারে  পাঁচ ঘণ্টার বন্঩ধের ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। এদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্‌঩ধে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর মিলেছে। এই সব ঘটনা নিয়ে শাসক শিবিরকে একহাত নিয়েছে বিরোধী দল আরজেডি। 

    সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি পালিত হয়। ওই যাত্রা চলাকালে একটি মঞ্চ থেকে এক যুবক মোদির মা সম্পর্কে অভব্য মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে দিন দুয়েক আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস ও আরজেডিকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। এরপরই বন্‌঩ধের ডাক দেয়  বিজেপি, জেডিইউ সহ  এনডিএ শরিক দলগুলির মহিলা শাখা। পাটনার আয়কর মোড়ের কাছে এদিন বিক্ষোভ দেখানো হয়। স্লোগান, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির রাজ্য দপ্তরের সামনে ধর্ণায় বসেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ, দিলীপ জয়সওয়াল সহ বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা। রবিশঙ্কর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পরলোকগত মায়ের অপমান বিহারের জনগণ মেনে নেবে না। ওঁরা (কংগ্রেস) এতটাই নিলর্জ্জ যে তাদের কোনও শীর্ষস্তরের নেতাও এখনও ক্ষমা চাননি। এটাই কংগ্রেস ও তাঁর সহযোগী দলগুলির ঔদ্ধত্য প্রকাশ করে।’ বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মায়ের এই অপমান গোটা দেশকে আহত করেছে। তা গোটা দেশের মায়েদের অপমান।’

    পাল্টা তেজস্বী দাবি করেন, এই বন্‌঩ধ মানুষ সমর্থন করেননি। এজন্য বিজেপির কর্মী-সমর্থকরা গা-জোয়ারি করেছেন। এক শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। অ্যাম্বুলেন্সও আটকে দেওয়া হয়েছে। জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরানোই বিজেপির লক্ষ্য ছিল। কিন্তু মানুষ তা প্রত্যাখান করেছে।
  • Link to this news (বর্তমান)