• আজ আরএসএসের সর্বভারতীয় বৈঠক শুরু, বিশেষ নজর ভোটমুখী বাংলায়
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ থেকে শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সর্বভারতীয় সমন্বয় বৈঠক। চলবে রবিবার পর্যন্ত। রাজস্থানের যোধপুরে আয়োজিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সঙ্ঘের আদর্শে অনুপ্রাণিত ৩২টি সংগঠনও যোগ দিচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে সর্বভারতীয় এই বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে পাঞ্জাব, বাংলা এবং উত্তর-পূর্ব ভারত। পাঞ্জাব এবং বাংলাকে বেছে নেওয়ার কারণ কী? জানা যাচ্ছে, বহু চেষ্টা করেও এই দুই রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না বিজেপি। পাশাপাশি আগামী বছর বাংলায় ভোট। তার আগে বাংলা-বাঙালি ইস্যু এবং নির্বাচন কমিশনের এসআইআর কতটা প্রভাব ফেলছে, তা জানতে চায় সঙ্ঘ। ভোটের আগে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিরা বঙ্গ সফরে বিশেষ জোর দেবেন বলে খবর। 

    ২০২১ সালের আগেও বারংবার বাংলায় এসেছিল আরএসএস নেতৃত্ব। মহারাষ্ট্র সহ অন্য একাধিক রাজ্যের থেকে আরএসএস প্রতিনিধি দল জেলায় জেলায় ঘুরেছিল। তখনই জানা যায়, বিজেপি মুখে যতই দাবি ২০০ আসন পার করার দাবি করুক, আদতে তা হবে না। সেইমতো আভাসও দেওয়া হয়। এবারও নির্বাচনের আগে সঙ্ঘ প্রতিনিধি দল যাবে বাংলায়। 

    যোধপুরের এই বৈঠকে হাজির থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত, দত্তাত্রেয় হোশবোলে সহ প্রথম সারির আরএসএস কর্তারা। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর পর এক সপ্তাহ ধরে শতবর্ষ উদযাপন করবে সঙ্ঘ। আপাতত যাবতীয় আগ্রহের কেন্দ্রে রয়েছে মোহন ভাগবতের বিজয় দশমীর ভাষণ। যদিও সম্প্রতি তিনি নিজেই বলেছেন, আমি নিজের বা অন্য কারও অবসর নিয়ে কোনও কথা বলিনি। যা থেকে একটা বিষয় স্পষ্ট, নরেন্দ্র মোদির অবসর নিয়ে কোনও কথা শোনা যাবে না ভাগবতের গলায়।
  • Link to this news (বর্তমান)