• গাছ কাটার জেরেই বন্যা-ভূমিধস, মন্তব্য সুপ্রিম কোর্টের
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: উন্নয়নের ধাক্কাতেই বিপর্যয়! হিমাচল থেকে উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব। একের পর এক ভূমিধস, হড়পা বান, বন্যায় বিপর্যস্ত জনজীবন। কিন্তু, হঠাৎ করেই কেন বারবার আছড়ে পড়ছে প্রকৃতির রোষ? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বেআইনিভাবে গাছ কাটার কারণেই এই বিপত্তি। এদিন প্রধান বিচারপতি বি আর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এসংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে শীর্ষ আদালত। সেইসঙ্গে বেআইনিভাবে বৃক্ষচ্ছেদ নিয়ে পরিবেশ, অরণ্য ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রক, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)-কে নোটিস পাঠানো হয়েছে। জবাব তলব করা হয়েছে হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব সরকারের কাছেও। 

    এদিন প্রধান বিচারপতি বলেন, ‘উত্তরাখণ্ড , হিমাচল, পাঞ্জাবে অভূতপূর্ব ভূমিধস ও বন্যা হচ্ছে। জলের সঙ্গে গাছের মোটা মোটা গুঁড়িও ভেসে আসছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বেআইনিভাবে গাছ কেটে ফেলার জন্যই এই সমস্যা। সেজন্যই সকলকে নোটিস পাঠানো হয়েছে।’
  • Link to this news (বর্তমান)