• ইডির মুখোমুখি প্রাক্তন ক্রিকেটার ধাওয়ান
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি:  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজিরা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। অনলাইন বেটিং অ্যাপ দুর্নীতি মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় একটি বেটিং প্ল্যাটফর্মের হয়ে প্রচারের কাজ করেছিলেন শিখর। সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আর্থিক তছরূপ বিরোধী আইনে তাঁর বয়ান রেকর্ড করেছে এজেন্সি। সূত্রের খবর, ওই প্ল্যাটফর্মের হয়ে কোথায় কোথায় প্রচার করেছিলেন, কী ধরনের চুক্তি হয়েছিল, প্রচারের জন্য কত টাকা পেতেন, কীভাবে সেই অর্থ দেওয়া হতো—এরকম বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন ধাওয়ান। প্রসঙ্গত, গত মাসে বেটিং অ্যাপের হয়ে প্রচারের জন্য প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি।
  • Link to this news (বর্তমান)