সাধারণের জন্য ২৪ টাকা কিলো পেঁয়াজ বিক্রি শুরু কেন্দ্রের
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। তাই খাদ্যবস্তুর দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র। শুরুটা হল পেঁয়াজ দিয়ে। দাম নিয়ন্ত্রণে রাখতে ২৪ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি শুরু করল মোদি সরকার। বৃহস্পতিবার কৃষি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশি। আপাতত দিল্লি, আমেদাবাদ এবং মুম্বইয়ে এই সস্তার পেঁয়াজ বিক্রি হবে। পরবর্তী ধাপে কলকাতা সহ অন্যান্য জায়গায় এই প্রকল্প শুরু হবে। নাফেড এবং এনসিসিএফের মোবাইলে ভ্যানের পাশাপাশি কেন্দ্রীয় ভাণ্ডারে এই ২৪ টাকার পেঁয়াজ পাওয়া যাবে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পেঁয়াজের কোনও অভাব নেই। বাজারে দামও তেমন মারাত্মক নয়। তবুও গ্রাহক সুবিধার্থে আমাদের এই উদ্যোগ। এবার ৩০৭ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। গতবারের চেয়ে যা ২৭ শতাংশ বেশি। ফলে বিদেশে রপ্তানির ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ নেই। তবে বাজারদর যাতে নিয়ন্ত্রণে থাকে, তারই লক্ষ্যে সরকার তিন লক্ষ টন পেঁয়াজ কিনে রেখেছে। আমজনতার জন্য সেটাই এবার সস্তায় বাজারে ছাড়া হচ্ছে।