ইথানল মেশানো হলেও কেন কমছে না পেট্রলের দাম, জবাব চায় কংগ্রেস, পকেট ভরছেন গাদকারি-পুত্ররা, দাবি
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশিয়ে তৈরি হচ্ছে জ্বালানি। কিন্তু তার লাভ পাচ্ছে না আম জনতা। কেন পেট্রল সস্তা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারির দুই পুত্র কেন লাভের গুড় খাচ্ছেন বা ইথানলের জন্য আখ, আনাজ দিয়েও কৃষকের কোনও বাড়তি উপার্জন কেন হল না, তা নিয়েও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছে হাত শিবির। ইথানলে গাদকারির পরিবার লাভবান হচ্ছে বলে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। এদিন সেই সুরেই সুর মিলিয়ে আক্রমণ শানিয়েছে রাহুল গান্ধীর দল।
কংগ্রেসের দাবি, ইথানল মেশানো পেট্রলের জন্য গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। মাইলেজও কমে যাচ্ছে। এআইসিসির মুখপাত্র পবন খেরা জানান, ২০১৪ সালের জুন মাসে নরেন্দ্র মোদি বলেছিলেন, পেট্রলে ইথানল মেশালে সস্তা হবে জ্বালানি। পেট্রলের দাম হবে ৫৫ টাকা প্রতি লিটার। কিন্তু তা হয়নি। আবার ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নীতিন গাদকারি বলেছিলেন, দেশে পাঁচটি সরকারি ইথানল শোধনাগার তৈরি হবে। শেষ পর্যন্ত তাও হয়নি। ইথানলে আম জনতার ক্ষতি, মোদির মন্ত্রী-পুত্রদের লাভ বলেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
পবন খেরা বলেন, ভোট চুরি করে কুর্সিতে বসেছেন মোদি। আর তাঁর প্রশ্রয়ে, পরিকল্পনায় পেট্রলে ইথানলে মিশিয়ে আদতে নীতিন গাদকারির দুই পুত্রর ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। এক বছর আগেও গাদকারি পুত্ররা ব্যবসা থেকে আয় করেছিলেন ১৮ কোটি। এখন তা হয়েছে ৫২৩ কোটি টাকা। প্রধানমন্ত্রী পরিসংখ্যান নিয়ে বলুন, পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোয় কী সুবিধা হল?
কংগ্রেস মুখপাত্র আরও বলেন, গাদকারি প্রচার করেছিলেন, পুরসভার বর্জ্য থেকে ইথানল তৈরি হবে। অথচ এক লিটারও হয়নি। উল্টে আখ, সবজি থেকেই তৈরি হয়েছে ৬৭২ কোটি লিটার ইথানল। এক লিটার ইথানল তৈরি করতে তিন হাজার লিটার জল লাগে। এর পরেই কটাক্ষের সুরে পবন খেরা বলেন, ‘ভোট চোরি তো স্রেফ ঝাঁকি হ্যায়/জেব কাটনা বাকি হ্যায়।’