নয়াদিল্লি: দেশের নাগরিক হওয়ার আগেই ভোটার হিসেবে সোনিয়া গান্ধীর নাম নথিভুক্ত হয়েছিল। বিহারে এসআইআর নিয়ে বিতর্কের প্রেক্ষিতে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিল গেরুয়া শিবির। এবার এব্যাপারে তদন্ত চেয়ে মামলা দায়ের হল আদালতে। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়ার এজলাশে বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, ১৯৮৩ সালে ভারতের নাগরিক হয়েছিলেন সোনিয়া। অথচ ১৯৮০ সালেই তাঁর নাম ভোটার তালিকায় ওঠে। ১৯৮২ সালে অবশ্য নাম বাদ দেওয়া হয়। নাগরিকত্ব পাওয়ার পরে ১৯৮৩ সালে আবার তাঁর নাম ভোটার তালিকায় ঠাঁই পায়। আবেদনকারীর প্রশ্ন, ‘কোন নথির ভিত্তিতে তাঁর নাম ভোটার তালিকায় ওঠে? অবশ্যই কিছু গরমিল হয়েছিল।’