ব্রতীন দাস, জলপাইগুড়ি: এবার পুজোয় এনবিএসটিসি’র বাসে চেপেই সিকিম ভ্রমণ। সুযোগ মিলবে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্স ঘুরে দেখারও। বিশ্বকর্মা পুজোর পর থেকে চালু হচ্ছে ‘সবুজের পথে হাতছানি’ নামে ওই পর্যটন প্যাকেজ। খাওয়াদাওয়াসহ ভ্রমণের খরচ থাকছে ৭০০-২৫০০ টাকা। বৃহস্পতিবার ময়নাগুড়িতে এমনটাই জানিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
চেয়ারম্যান বলেন, আমরা পর্যটকদের জন্য পুজোয় ভ্রমণের প্যাকেজ সাজাচ্ছি। দিনের দিন ঘুরে ফিরে আসা থেকে দু’দিন একরাত কিংবা সর্বোচ্চ তিনদিন দু’রাতের প্যাকেজ তৈরি করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই সবটা চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই বুকিং করা যাবে। এছাড়া পর্যটক টানতে আমরা বিভিন্ন রেলস্টেশন, বাসস্ট্যান্ডে মাইকিং করব। লিফলেট বিলি করা হবে। সোশ্যাল মিডিয়াতেও প্রচার করব আমরা।
ঠিক কেমন হচ্ছে এনবিএসটিসি’র পর্যটন প্যাকেজ? নিগমের চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে আমরা ঠিক করেছি, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে পুজোর পর্যটন প্যাকেজের বাস চালানো হবে। প্রতিটি জায়গায় দু’টি করে গাড়ি রাখা হবে। ১৬ সিটের এবং ২৬ সিটের বাসগুলিকে আমরা সবুজের পথে হাতছানি প্যাকেজের জন্য রাখব। চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হবে।
নিগমের পর্যটন প্যাকেজে উত্তরবঙ্গের কোন কোন জায়গাকে রাখা হচ্ছে? পার্থপ্রতিম রায় বলেন, প্যাকেজে সিকিম ভ্রমণ থাকছে। গ্যাংটক পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং থাকবে। থাকছে লাভা, লোলেগাঁও, ঝালং ও বিন্দু। লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া, জয়ন্তীসহ ডুয়ার্সের সবক’টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের একটাই লক্ষ্য, কম খরচে অনেক বেশি জায়গা ঘুরিয়ে দেখানো। সেভাবেই প্যাকেজ তৈরি করা হচ্ছে। পুজোর দিনগুলিতে পর্যটকরা যদি উত্তরবঙ্গের পুজো দেখতে চান, তারও ব্যবস্থা থাকবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই উদ্যোগে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। লাটাগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, খুবই ভালো উদ্যোগ। এনবিএসটিসি যদি জলপাইগুড়ি বা লাটাগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং কিংবা গ্যাংটক পর্যটন প্যাকেজ চালাতে পারে, সেক্ষেত্রে অনেক পর্যটকই ডুয়ার্স ঘুরে পাহাড়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করবেন। এতে ভ্রমণে তাঁদের অনেকটাই খরচ কম হবে। একইসঙ্গে তাঁর দাবি, বিহার থেকে এখন অনেক পর্যটক ডুয়ার্সে আসছেন। কিন্তু বিহার থেকে ডুয়ার্স পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবা নেই। এনবিএসটিসি এক্ষেত্রে উদ্যোগী হলে লাটাগুড়ি তথা গোরুমারার পর্যটন অনেকটাই চাঙ্গা হবে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নিগমের চেয়ারম্যান। পর্যটন প্যাকেজের সঙ্গেই এবার পুজো পরিক্রমার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। মহালয়ার পরদিন থেকে চতুর্থী পর্যন্ত মূলত প্রবীণদের ঠাকুর দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুজোয় বাড়তি বাস নামানো হবে বলেও এদিন জানিয়েছেন এনবিএসটিসি’র চেয়ারম্যান। তিনি বলেন, এখন উত্তরের বিভিন্ন জেলা থেকে রোজ কলকাতা রুটে ১১টি বাস চলে। পুজোর সময় কলকাতা থেকে উত্তরবঙ্গে আসার জন্য আরও দশটি বাস নামানোর চেষ্টা চলছে। দীঘাগামী বাসগুলি সপ্তাহে দু’দিনের পরিবর্তে চারদিন চালানো হবে।