জোর নিরাপত্তায়, হাবড়ায় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে পুলিস
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার বারাসত পুলিস জেলার সমস্ত পুজো কমিটিকে নিয়ে সমন্বয় বৈঠক হল। হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত সুপার স্পর্শ নিলাঙ্গী, অতীশ বিশ্বাস, এসডিও সোমা দাস প্রমুখ। প্রতিটি পুজো কমিটিকে মণ্ডপের নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে শব্দ দানবের ব্যবহার রুখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপে প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে গেট প্রশস্ত রাখার বার্তা দেন উপস্থিত আধিকারিকরা। পাশাপাশি এদিন রাজ্য সরকারের পুজোর অনুদানের চেক কয়েকটি পুজো কমিটির কর্তাদের হাতে তুলে দিয়েছেন পুলিস সুপার। অনলাইনে পুজোর অনুমতি কীভাবে পাওয়া যাবে, তা পুজো কমিটির সদস্যদের বুঝিয়ে দেন এসডিও সোমা দাস। এই প্রসঙ্গে পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, রাজ্য সরকার ও হাইকোর্টের নির্দেশিকা মেনেই পুজো করার নির্দেশ দেওয়া
হয়েছে। প্রতিমার সর্বোচ্চ উচ্চতা হবে ২০ ফুট। মণ্ডপের উচ্চতা রাখতে হবে ৪০ ফুটের মধ্যে। কোনও মানুষ যদি কোনও পুজো কমিটির বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ করে, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।