• ডাকাতির জের, ৬২ ব্যাংক নিয়ে হোয়াটসঅ্যাপ গ্ৰুপ করল পুলিস
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: চাকদহে বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় এবার নড়েচড়ে বসল পুলিস প্রশাসন। চাকদহ থানার উদ্যোগে শহর ও ব্লকের সমস্ত রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ব্যাংক সহ গোল্ড লোন সংস্থার ম্যানেজার ও আরও একজন করে প্রতিনিধিকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্ৰুপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার চাকদহ থানায় এ নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ পুলিসের কয়েকজন আধিকারিক ও ৬২টি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির উদ্দেশ্য নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া। কোনও ব্যাংকে সিসি ক্যামেরা ও নিরাপত্তা রক্ষী সহ সুরক্ষা ব্যবস্থায় খামতি থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৯ আগস্ট ভরসন্ধ্যায় চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পরে ৪ কেজি ৬০০ গ্রাম সোনা উদ্ধার হয়। ওই ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেও বাকি সোনা এখনও উদ্ধার হয়নি। পাশাপাশি ওই ব্যাংকের ম্যানেজার ও একজন কর্মী নিখোঁজ রয়েছেন। সেই ব্যাংকে ডাকাতির সময় নিরাপত্তা রক্ষী ছিল না বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার যাতে চাকদহে পুনরাবৃত্তি না হয়, তার জন্য পুলিসের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)