• উৎসধারা প্রকল্পে জমা জলে সমস্যা, ফের বাড়ল কাজ শেষের সময়সীমা
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একটু জোরে বৃষ্টি হলে বা ভরা কোটালে জল জমে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প উৎসধারায়। এই জল বের করার জন্য নতুন নিকাশি ব্যবস্থার পরিকল্পনা জমা দিয়েছে পূর্তদপ্তর। এর চূড়ান্ত অনুমোদন দেবে সেচদপ্তর। পাশাপাশি প্রকল্পের কাজের প্রস্তাবিত খরচ ২৪ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটি টাকায়। বর্ধিত অর্থ বরাদ্দ অনুমোদনের জন্য অর্থদপ্তরের কাছে পাঠিয়েছে পূর্তদপ্তর। সব মিলিয়ে বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না। প্রথমে ঠিক হয়েছিল মার্চ মাসে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট করা হয়। এবার তা বাড়িয়ে সেপ্টেম্বর করা হয়েছে। 

    কিন্তু কর্মরত শ্রমিকদের মতে, কাজ শেষ হতে আরও সময় লাগবে। কলকাতার উপকণ্ঠে বারাকপুরে গান্ধীঘাট থেকে মঙ্গল পান্ডে ঘাট পর্যন্ত গঙ্গার পাড় ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের নাম উৎসধারা। বছর কয়েক আগে বারাকপুরে প্রশাসনিক বৈঠক করতে এসে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নির্মীয়মাণ স্বদেশী গেট পার করে এখানে  গঙ্গার পাড়ে হাঁটতে পারবেন দর্শকরা। পাশাপাশি কেনাকাটা থেকে পছন্দের খাবারও খেতে পারবেন। ইন্টারপ্রিটেশন সেন্টার ক্রস করেই দেখা মিলবে ৭০ ফুট উচ্চতার একটি ক্লক টাওয়ার। সেখানে জিপিএস ঘড়ি থাকবে, টাওয়ারে উঠে চারদিক দেখাও যাবে।

    এছাড়াও এখানে থাকছে একটি সূর্য ঘড়ি। এমন সূর্য ঘড়ি এই রাজ্যে কোথাও নেই বলে পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে। থাকবে এক্সিবিশন সেন্টার। সেখানে তুলে ধরা হবে মঙ্গল পান্ডে সহ বারাকপুরের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। থাকবে ফুড কোর্ট, হস্তশিল্প সহ বিভিন্ন পণ্যের স্টল। এছাড়া দ্বিতীয় পর্যায়ে থাকবে গান্ধী গেট, শিশুদের জন্য পার্ক, পিকনিক করা বা আড্ডা দেওয়ার সুব্যবস্থা। পর্যটন দপ্তরের এই প্রকল্পের বাস্তবায়ন করছে পূর্তদপ্তর। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)