• সন্ধ্যা হলেই অন্ধকারে ডোবে বাজার, ক্ষুব্ধ বাসিন্দাদের অবরোধ আমডাঙায়
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সকালে ব্যস্ত বাজার। কিন্তু সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু মানুষ সেখানে অপকর্ম চালায়। চোরাগোপ্তা বিক্রি হয় বিভিন্ন নেশার সামগ্রী। এর ফলে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এমন অভিযোগ জানিয়ে বুধবার রাতে আমডাঙার পদ্মলাভপুর বাজার সংলগ্ন আমডাঙা-কাঁকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে, পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমডাঙার পদ্মলাভপুর বাজারে শ্রীরামপুর, কুমারদুনি, হেকমপুর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ কেনাকাটা করতে আসেন। কিন্তু সন্ধ্যা হলেই আতঙ্ক তাড়া করে বেড়ায় সাধারণ মানুষকে। কারণ, এখানে কোনও আলো নেই। একটি হাইমাস্ট লাইট বসানো হয়েছিল কয়েকমাস আগে। কিন্তু কিছুদিন চলার পর তা অকেজো হয়েই পড়ে রয়েছে। প্রশাসনকে বারে বারে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে দাবি বাসিন্দাদের।

    বাজারের ব্যবসায়ী সহ এলাকাবাসীদের দাবি, এর ফলে এলাকায় অসাধু কাজকর্ম বেড়ে যাচ্ছে। এমনিতেই আমডাঙার বিভিন্ন প্রান্তে চোরাগোপ্তা বিভিন্ন নেশার জিনিস বিক্রি হয়। এরপর বাজারের এই অন্ধকারকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সন্ধ্যার পর নতুন করে সক্রিয় হয়ে ওঠেন। তাছাড়া মাঝেমধ্যে এনিয়ে অশান্তির ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারী ফজলুল হক, নুর ইসলামরা বলেন, সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে এলাকা। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তাই আমাদের দাবি, বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। এবিষয়ে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, ব্লকে লিখিত আকারে বিষয়টি জানাননি এলাকার মানুষ। তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)