বারুইপুরে মিথ্যা অভিযোগে নিগ্রহ করে ব্যবসায়ীর সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: অভিনব উপায়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল বারুইপুরে। এক ব্যবসায়ী কালো ব্যাগ হাতে নিয়ে যাচ্ছিলেন। মাঝরাস্তায় হঠাৎই তাঁকে দাঁড় করায় জনা ছ’য়েক যুবক। তাদের দাবি, ওই ব্যাগে বন্দুক রয়েছে। এরপরই ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে তারা। শেষমেশ ওই ব্যাগ ছিনতাই করে বাইক চেপে পালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ওই ব্যাগে সাড়ে ১২ লক্ষ টাকা ছিল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বারুইপুর-ক্যানিং রোডে ছআনি মিত্র ইটভাটার কাছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম সাহাবুদ্দিন মোল্লা। তাঁকে চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ পেয়ে বারুইপুর থানার পুলিস তদন্তে চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস জানিয়েছে, ওই দুষ্কৃতীর বাড়ি ছআনি এলাকায়। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন মোল্লার ধানের ব্যবসা রয়েছে। তিনি বাইকে করে ক্যানিংয়ে যাচ্ছিলেন চাষিদের
ধানের পেমেন্ট দিতে। তাঁর ওই কালো ব্যাগে মোট সাড় ১২ লক্ষ টাকা ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ী। তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন, তবে তাঁরা অন্য একটি বাইকে করে যাচ্ছিলেন। বারুইপুরের ছআনি এলাকায় বাইক দাঁড় করিয়ে একটি হোটেলে খেতে ঢোকেন সাহাবুদ্দিন। অভিযোগ, সেই সময় দুই ব্যক্তি তাঁর কাঁধে থাকা ব্যাগ আচমকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ওই দু’জন দাবি করে, তাঁর ব্যাগে বন্দুক আছে এবং তারা চিৎকার করতে শুরু করে। সাহাবুদ্দিনের দুই সঙ্গী তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই তারা দমেনি। সেই সময় আরও চারজন দুষ্কৃতী জড়ো হয়ে তাঁদের মারধর করতে শুরু করে। ভয়ে সাহাবুদ্দিনের দুই সঙ্গী বাইক নিয়ে পালিয়ে যান। এই সুযোগে দুষ্কৃতীরা সাহাবুদ্দিনের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে বাইক চেপে চম্পট দেয়। সাহাবুদ্দিনের অভিযোগ, সেই সময় আশপাশে কোনও লোকজন ছিল না। ব্যাগ খুইয়ে তিনি বারুইপুর থানায় এসে অভিযোগ জানান। প্রশ্ন উঠেছে, সাহাবুদ্দিনকে একা রেখে কেন তাঁর দুই সঙ্গী চলে গেলেন? কেনই বা তাঁরা থানায় গিয়ে খবর দিলেন না? পুলিস তদন্তের স্বার্থে সব দিকই খতিয়ে দেখছে। ওই দুই সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। আক্রান্ত ব্যবসায়ী। -নিজস্ব চিত্র