শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: স্বামীর সঙ্গে অশান্তি। তাই তাঁর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। কিন্তু এসে শ্বশুরবাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পুরনো বনগাঁ এলাকায়। অভিযুক্ত জামাই বাপ্পাদিত্য দাসকে গ্রেপ্তার করেছে পুলিস। বসিরহাট থানার কামারডাঙা এলাকার বাসিন্দা বাপ্পার সঙ্গে বেশ কয়েক বছর আগে বনগাঁর টগরী দাসের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের মধ্যে সাংসারিক অশান্তির লেগেই থাকত। পেশায় রাজমিস্ত্রি স্বামীকে ছেড়ে কয়েক মাস আগে পুরনো বনগাঁয় বাপের বাড়িতে চলে আসেন টগরী।এরপর মঙ্গলবার শ্বশুরবাড়িতে আসেন বাপ্পাদিত্য। অভিযোগ, গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর শুরু করেন তিনি। তখন বাড়িতে একা ছিলেন টগরী। তিনি ভয় পেয়ে গিয়ে আশেপাশের লোকজনকে ডাকতে যান। আর তখনই ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে জামাই পালিয়ে যান।পরদিন, বুধবার থানায় অভিযোগ করেন টগরী দাস। যদিও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাপ্পা।