• শিক্ষক দিবসে মধ্যমগ্রামের স্কুলে খুলছে নয়া ‘ডিজিটাল লাইব্রেরি’
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: গ্রন্থাগার মানে অনেকেই মনে করেন শুধু বইয়ের তাক। কিন্তু এবার একটু অন্যরকমভাবে গ্রন্থাগার তৈরি করল মধ্যমগ্রামের মাইকেলনগর শিক্ষানিকেতন হাইস্কুল। আজ, শিক্ষক দিবসে সেখানে শুরু হচ্ছে ‘ডিজিটাল লাইব্রেরি’। বর্তমান ডিজিটাল দুনিয়ায় পাঠাগারের প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ স্কুলের। ক্লাসের পড়াশোনা সহ জেইই, নিট পরীক্ষার জন্যও এখানে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিতে পারবে।

    রাজ্য শিক্ষাদপ্তরের অনুমোদিত ইংরেজি মাধ্যম হাই স্কুল মধ্যমগ্রামের মাইকেলনগর শিক্ষানিকেতন। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার মান আরও উন্নত করতে স্কুল কর্তৃপক্ষ এই লাইব্রেরি তৈরি করেছে। পড়ুয়াদের মধ্যে যারা রাজ্য জয়েন্ট ও ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায়, তারাও এই লাইব্রেরির মাধ্যমে উপকৃত হবে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। ডিজিটাল লাইব্রেরি রুমে থাকছে আটটি কম্পিউটার সহ একটি ডিজিটাল বোর্ড। স্কুলের পাশাপাশি বাড়িতে বসে লগ-ইন করেও এই ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে পড়াশোনা করার সুবিধা পাবে পড়ুয়ারা। কোনও বিষয়ে বিদেশের কোনও শিক্ষক কিংবা অধ্যাপকের লেকচারও শুনতে পারবে পড়ুয়ারা।

    আজ শিক্ষক দিবসে ডিজিটাল লাইব্রেরির সূচনা করবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয়কান্তি বিশ্বাস বলেন, রাজ্য সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুলে ডিজিটাল লাইব্রেরি এই প্রথম। মোবাইলের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ কমিয়ে পড়াশোনার মান আরও উন্নত করতেই এই ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হয়েছে। সপ্তাহে সাতদিনই খোলা থাকবে এটি। এছাড়া পড়ুয়ারা যাতে স্কুল ছুটির পর এখানে পড়াশোনা করতে পারে, সে জন্য বাড়তি সময় এই লাইব্রেরির দু’টি রুম খোলা রাখা হবে।
  • Link to this news (বর্তমান)