নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক দশকেরও বেশি সময় পর কলকাতা শহরে ফিরছে সার্কাস। পার্ক সার্কাস ময়দানে শো আয়োজনের অনুমোদন দিতে চলেছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, খুব শীঘ্রই পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এ প্রস্তাবে সিলমোহর পড়বে। সার্কাস আয়োজনের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। ফলে চলতি বছরের ডিসেম্বরে পার্ক সার্কাস ময়দানে সার্কাসের আনন্দ উপভোগ করতে পারার সম্ভাবনা শহরবাসীর।
জানা গিয়েছে, লেডি ব্রেবোর্ন কলেজের দিকে ময়দানের একাংশে সার্কাসের তাঁবু খাটানোর অনুমোদন দেওয়া হবে। বর্তমানে যেখানে দুর্গোপুজোর প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, সেখানেই ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি টানা দু’মাস চলবে শো। প্রায় এক লক্ষ বর্গফুট জায়গায় সার্কাস আয়োজনের অনুমতি দিতে চলেছে পুরসভা। যার জেরে পুরসভার ৩০ লক্ষ টাকারও বেশি আয় হওয়ার কথা। পুরসভার উদ্যান বিভাগ সূত্রে খবর, পার্ক সার্কাস ময়দানে ২০১৪ সালের ডিসেম্বরে শেষবার সার্কাসের আয়োজন হয়েছিল। অর্থাৎ প্রায় ১২ বছরের মাথায় ফের তাঁবু পড়বে সেখানে। তারপর মা ফ্লাইওভার এবং এজেসি বোস ফ্লাইওভার সংযোগের কাজ শুরু হয়। তখন থেকেই অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় কলকাতা পুলিসের থেকেও এনওসি পাওয়া যায়নি। ওই অঞ্চলে যানজটের আশঙ্কায় পুলিস অনুমোদন দেয়নি। কিন্তু সম্প্রতি লালবাজারে সঙ্গে কথা বলে সেই সমস্যা মিটিয়েছে পুরসভা। কলকাতা পুলিসের তরফে সার্কাস আয়োজনের এনওসি মিলেছে। তারপরেই অনুমোদন দিতে যাবতীয় পদক্ষেপ করেছে পুর কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘জায়গাটির নামই পার্ক সার্কাস। সার্কাসের থেকেই ওই পার্ক ও জায়গার নাম বিখ্যাত। এতদিন পুলিস অনুমোদন না দেওয়ায় সার্কাসের আয়োজন করা যেত না। এবার লালবাজার অনুমতি দিয়েছে। তাই সার্কাসের জন্য মাঠ দেওয়া হচ্ছে। শীতের শহরে নাগরিকদের মনোরঞ্জন বিশেষ করে বাচ্চাদের মজা করার সুযোগ মিলবে।’ উদ্যান বিভাগের এক কর্তা বলেন, পাটুলিতে গত ক’বছর ধরে সার্কাস হচ্ছে। কিন্তু যেখানে সার্কাসের কারণেই সরকারি উদ্যানের নাম পার্ক সার্কাস হয়ে গিয়েছে, সেখানে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সার্কাস বন্ধ থাকায় পুরসভার কাছেও তা আফশোসের ছিল। টাকা আয়ের সম্ভাবনাও ধাক্কা খাচ্ছিল। এবার থেকে নিয়মিত বছর বছর ফের সার্কাস আয়োজন করা গেলে তা ভালোই হবে। শীতের মরসুমে হইহুল্লোড়ে গমগম করবে পার্ক সার্কাস ময়দান।-নিজস্ব চিত্র