অধ্যাপকের বাড়িতে চুরির ঘটনায় ধৃত
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের বি এল ব্লকে এক অধ্যাপকের বাড়িতে চুরির ঘটনায় অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দয়ান ঘরামি। জেরায় তিনি চুরির কথা কবুল করেছেন। গত রবিবার ভোররাতে পিছনের দরজা ভেঙে চুরি হয় অধ্যাপকের বাড়িতে। সোনার গয়না, নগদ টাকা, ইলেকট্রনিক গ্যাজেট সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চুরি যায়। রবিবারই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে পুলিস তিনদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতকে জেরা করে চুরির মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।
Link to this news (বর্তমান)