• ট্রাফিকের ওসি এবং এসিদের গাড়িতে এবার ড্যাশ ক্যামেরা বসাচ্ছে লালবাজার
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ট্রাফিক পুলিসের ওসি এবং এসিদের গাড়িতে এবার ‘ড্যাশ ক্যামেরা’ বসানোর সিদ্ধান্ত নিল লালবাজার। বৃহস্পতিবার থেকেই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা পাইলট কারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু নিয়ে বিতর্কের পর এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিসের একটি মহল। যদিও লালবাজারের দাবি, এই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। 

    ড্যাশ ক্যামেরা কী? এই ক্যামেরা গাড়ির ড্যাশ বোর্ডে বা উইন্ড শিল্ডে লাগানো থাকে। গাড়ি চলতে শুরু করলেই স্বতঃপ্রণোদিতভাবে এই ক্যামেরা গোটা যাত্রপথের অডিও এবং ভিডিও রেকর্ড করে থাকে। পাশাপাশি গাড়ির অভ্যন্তরের 

    ঘটনাও এতে রেকর্ড হয়। ফলে পথ দুর্ঘটনা, রেষারেষি, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মতো অপরাধের ক্ষেত্রে এই ক্যামেরার রেকর্ড করা ভিডিও আদালতে প্রমাণ্য নথি হিসেব কাজে আসে।
  • Link to this news (বর্তমান)