ডাক্তারিতে ভর্তির নামে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক্তারিতে ভর্তির নামে এক ব্যক্তির সঙ্গে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল। ওই ঘটনার তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিস বুধবার কলকাতার আনন্দপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর নাম সুমন দাস। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, অভিযোগকারীর ছেলেকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে ওই টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত যে নথি অভিযোগকারীর হাতে তুলে দেন, তা ছিল ভুয়ো। তার মধ্যে ছিল একটি ভুয়ো সরকারি শংসাপত্রও। আদালত সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়র সরণি থানায় প্রথম অভিযোগ দায়ের হলেও পরে এই মামলার তদন্তভার গ্রহণ করে কলকাতা গোয়েন্দা পুলিস।