কিরণ মান্না: এ কেমন শাসন! শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ল একাধিক। অন্তত ৬ জন ভর্তি হাসপাতালে। স্কুলের অফিস রুমে ঘেরা করেন বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তুলকালাম কাণ্ড পূর্ব মেদিনীপুরের এগরায়।
স্থানীয় সূত্রে খবর, এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অস্থিচক সুরেন্দ্র-যোগেন্দ্র উচ্চ বিদ্যাপিঠ। এই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপ্লব পন্ডা। দুপুরে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন তিনি। অভিযোগ, কয়েকজন পড়ুয়াদের বেধড়ক মারধর করেন ওই শিক্ষক। এতটাই মারধর করা হয় যে, বেশ কয়েকজন পড়ুয়া। তাদের মধ্যে কমপক্ষে ৬ জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যেতে হয় বলে খবর।
এদিকে এই ঘটনা কথা জানাজানি হতেই ক্ষোভে পড়েন অভিভাবকরা। স্কুলের অফিস ঘর ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে।