বন্ধুদের নিয়ে ডাকাতির নাটক প্রগতি ময়দানে! বাবার টাকা লুট করিয়েও হল না শেষরক্ষা
প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব আইচ: বন্ধুদের সঙ্গে নিয়ে ডাকাতির নাটক। মায়ের সামনেই বাবার টাকা ডাকাতি করিয়ে গ্রেপ্তার হল ‘গুণধর’ ছেলে! সিসিটিভি ফুটেজ দেখেই প্রথমে সন্দেহ হয় পূর্ব কলকাতার প্রগতি ময়দান থানার আধিকারিকদের। সেই সূত্র ধরেই ছেলে বলাই হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে তারই তিন বন্ধু আমন, অজিত ও জিতকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ, বলাইয়ের পরিকল্পনাতেই ডাকাতি করেছিল তারা।
পুলিশ জানিয়েছে, পার্ক সার্কাসে বাড়ি বিক্রির আগাম হিসাবে প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্রেতার কাছ থেকে সংগ্রহ করেন বলাই হালদারের মা। তিনি ছেলের বাইকে করে পার্ক সার্কাস থেকে বাইপাস হয়ে ছেলের বাইকে করে ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী, পরমা আইল্যান্ডের কাছেই নির্জন জায়গায় বলাই বাইকটি নিয়ে যাওয়ার পরই তিন যুবক বাইকটি ঘিরে ধরে। মা ও ছেলের গলায় অস্ত্র দেখিয়ে তারা ব্যাগ ভর্তি তিন লক্ষাধিক টাকা ডাকাতি করে পালায়।
এই ব্যাপারে বলাই নিজেই প্রগতি ময়দান থানায় অভিযোগ জানায়। কিন্তু ডাকাতদের ডাকাতি ও পালিয়ে যাওয়ার ধরন সিসিটিভি ফুটেজে দেখে পুলিশের সন্দেহ হয়। আধিকারিকরা থানায় ছেলে বলাইকে টানা জেরা করেন। দাবি, তাতেই বলাই ভেঙে পড়ে জানায়, সে জানত যে তার বাইকে করেই বাবার ওই টাকা নিয়ে ফিরবেন তার মা । তাই সে তিন বন্ধুর সঙ্গে ডাকাতির নাটকের ছক কষে। তারা নিঁখুত অভিনয় করেই পুরো টাকা ডাকাতি করে পালায়। মা-ও বুঝতে পারেননি যে, এটা তাঁর ছেলের কীর্তি। বলাইকে জেরা করে ধরা পড়ে বাকিরাও। তাদের জেরা করে লুটের পুরো টাকা উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।