• চার্জশিট নিল না অভিযুক্ত পক্ষ
    আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রী গণধর্ষণের মামলায় চার অভিযুক্তের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক। পাশাপাশি এ দিন পুলিশের তরফে অভিযুক্তদের আইনজীবীদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হলেও তাঁরা তা গ্রহণ করেননি বলে আদালত সূত্রের খবর।

    বৃহস্পতিবার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাঁর দুই ঘনিষ্ঠ পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়, জ়ইব আহমেদ এবং কলেজের রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল।সরকারি কৌঁসুলি সৌরীন ঘোষাল বলেন, ‘‘চার অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের আইনজীবীদের জন্য ওই চার্জশিটের প্রতিলিপি আদালতে নিয়ে আসা হয়েছে। নির্যাতিতার আইনজীবীকেও চার্জশিটের প্রতিলিপি দেওয়া হয়েছে।’’ মনোজিতের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ আদালতের নথিতে কী কারণে গ্রেফতার তা উল্লেখ করেনি বলে জেলা বিচারকের আদালতে আবেদন করা হয়েছিল। ৮ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানি আছে। তাই এখন ওই চার্জশিটের প্রতিলিপি গ্রহণ করা সম্ভব নয়। জেলা বিচারকের কোর্টে শুনানির পরে চার্জশিটের প্রতিলিপি নেওয়া হবে।’’

    প্রসঙ্গত, গত ২৮ অগস্ট জেলা বিচারকের কোর্টে পিনাকীর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন যে পুলিশ চার্জশিটের প্রতিলিপি দেয়নি। জেলা বিচারক দ্রুত ওই প্রতিলিপি দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই এ দিন পুলিশ চার্জশিটের প্রতিলিপি নিয়ে এসেছিল বলে খবর। এ দিন দিব্যেন্দু বলেন, ‘‘আইনি প্রক্রিয়া মেনে চার্জশিট ও নথি দেওয়া হয়নি। তাই গ্রহণ করা যায়নি।’’
  • Link to this news (আনন্দবাজার)