এমবিবিএসে ভর্তি করানোর নামে বহু লক্ষ হাতিয়ে গ্রেফতার
আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
ভুয়ো সংস্থা খুলে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএসে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। এই ভাবে এক ব্যক্তির ছেলেকে মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শেক্সপিয়র সরণি থানার এই মামলায় অভিযুক্ত প্রতারককে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম সুমনকুমার দাস। বুধবার আনন্দপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এই প্রতারণার জন্য সুমন আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির (ইডব্লিউএস) জাল শংসাপত্র তৈরি করেছিল বলেও অভিযোগ।
বৃহস্পতিবার সুমনকে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত সূত্রের খবর, ২০২৪ সালে প্রতারণার ওই ঘটনা ঘটে। সুমনকে তিন লক্ষ টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয়। বাকি টাকা নগদে। মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, ‘‘সুমন প্রতারিতের নামে হাওড়া থেকে ইডব্লিউএস শংসাপত্র বার করেছিল। কিন্তু হাওড়ার এডিএম, এসডিও জানিয়েছেন, সেটি জাল শংসাপত্র। এই প্রতারণার পিছনে একটি চক্র রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা দরকার।’’ তাই ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর আর্জি জানান তিনি। সুমনের আইনজীবী তাকে জামিন দেওয়ার আর্জি জানান। বিচারক ধৃতকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।