কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সারওয়ার আলি (৩৭)। তাঁর বাড়ি সার্কুলার গার্ডেনরিচ রোডে। সারওয়ার একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। বুধবার রাতে পশ্চিম বন্দর থানার হাইড রোডে ওই সংস্থার কারখানায় কাজ করার ফাঁকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে সারওয়ারকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে সারওয়ার ১২০ কিলোগ্রাম ওজনের একটি অক্সিজেন সিলিন্ডার ঠেলে সরাচ্ছিলেন। সে সময়ে সিলিন্ডারের নীচে একটি হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিল। তারটি রবার দিয়ে মোড়া থাকলেও কোনও ভাবে সিলিন্ডারে ঘষা লেগে সেটি ছিঁড়ে যায়। তদন্তকারীরা জানান, সে সময়েই সিলিন্ডারটি তারের সংস্পর্শে এসে বিদ্যুদয়িত হওয়ায় সারওয়ার তড়িদাহত হয়ে পড়ে যান। কারখানার অন্য কর্মীরা তাঁকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ও পরে এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার মৃতের পরিবার জানিয়েছে, সারওয়ার ওই সংস্থার অস্থায়ী কর্মী ছিলেন। তাঁর একটি শিশুকন্যা রয়েছে।