‘প্রথম গুরু’ বাবা-মার হাতে ফুল! মিড-ডে মিলে ফ্রায়েড রাইস-চিলি ফিশ, অভিনব উদ্যাপন শিলিগুড়ির স্কুলে
আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
জীবনের প্রথম গুরু বাবা-মা। সে কথা পড়ুয়াদের আরও এক বার মনে করাতে অভিনব উদ্যোগ নিলেন শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হল বিশেষ এক অনুষ্ঠানের। সেখানেই বাবা-মাকে সম্মান জানাল পড়ুয়ারা। মিড ডে মিলেও ছিল বিশেষ মেনু। শিশুদের পাতে দেওয়া হয়েছে ফ্রায়েড রাইস, চিলি ফিশ।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় অভিভাবকদেরও। সর্বপল্লি রাধাকৃষ্ণণকে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকেরা শ্রদ্ধা জানান। তার পরেই পড়ুয়ারা নিজেদের বাবা-মায়ের হাতে ফুল এবং উপহার তুলে দেয়। বাবা-মায়েরা সন্তানদের কাছ থেকে গুরুদক্ষিণা পেয়ে খুশি। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা।
শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে পড়ুয়াদের পাতে দেওয়া হয় ফ্রায়েড রাইস এবং চিলি ফিশ। স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন দাস বলেন, ‘‘সন্তানের জীবনে বাবা-মা হল প্রথম শিক্ষক। সে জন্য এ বারের শিক্ষক দিবসে বাবা-মাকে শ্রদ্ধ জানাল পড়ুয়ারা।’’ স্কুলের সহকারি শিক্ষক সুদীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘বর্তমানে শিক্ষক দিবসের সংজ্ঞাটা বদলে গিয়েছে। ছাত্র শিক্ষকদের সম্পর্কটাও আপেক্ষিক হয়ে গিয়েছে। অন্য দিকে, বর্তমানে বাবা-মা এবং সন্তানদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে টিভি, মোবাইলের কারণে। বাবা-মায়ের অবদান সন্তানেরা কোনও ভাবেই যাতে ভুলতে না পারে, তাই এই ব্যবস্থা।" স্কুলের এক অভিভাবক হরিচাঁদ বল বলেন, ‘‘এই ধরনের উদ্যোগে আমরা খুশি। এতে বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক আরও নিবিড় ও দৃঢ় হবে।’’