বাঁদরকে আদর করে কলা দিলেই পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে! দার্জিলিঙে নতুন নিয়ম পর্যটক এবং স্থানীয়দের জন্য
আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
বাঁদরকে আর আদর করে কলা খাওয়ানো যাবে না। কলা কেন, কোনও খাবারই দেওয়া যাবে না। কড়া নিয়ম চালু হল দার্জিলিঙে। পুরসভা জানিয়েছে, স্থানীয়দের তো বটেই, পর্যটকদেরও এই নিয়ম মানতে হবে। অন্যথায় পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।
শৈলশহর অতিষ্ঠ বাঁদরের বাঁদরামিতে। পাহাড়ি জঙ্গলে খাবারের সন্ধান করাই তাদের সাধারণ প্রবৃত্তি ছিল। কিন্তু সাম্প্রতিক কালে দার্জিলিঙে পর্যটকের সংখ্যা যত বেড়েছে, তত লোকালয়ে বাঁদরের আনাগোনা বেড়েছে খাবারের লোভে। পুরসভার সূত্রের দাবি, পর্যটকেরা আদর করে খাবার দেন দেখেই এখন বাঁদরেরা জনবসতি এলাকায় ঢুকে পড়ছে! দিনে দিনে ম্যালে বাঁদরের সংখ্যা বাড়ছে। তা রুখতেই এই সিদ্ধান্ত।
দার্জিলিঙের পুরপ্রধান দীপেন ঠাকুরি বলেন, ‘‘খাবার না দিলে কামড়েও দেয় বাঁদর। এতে রেবিজ় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই এই নিয়ম। ইতিমধ্যেই পোস্টার, ব্যানার, হোর্ডিং বসানোর কাজ শুরু হয়েছে।’’ দীপেন জানান, পাহাড়ে-জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খোঁজার যে স্বাভাবিক অভ্যাস রয়েছে বাঁদরের, সেটাতেই তারা ফিরে গেলে শ্রেয়। বাঁদরদের কেউ খাবার দিচ্ছেন কি না, এটা দেখার জন্য একটি নজরদার দল তৈরি করা হচ্ছে। বিশেষ করে ম্যালে এই দলের সদস্যেরা থাকবেন বলে জানিয়েছেন পুরপ্রধান।