• Live: নেপালে ব্যান ফেসবুক, নিষিদ্ধ ইনস্টাগ্রাম, ইউটিউবও
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নেপালে ব্যান হয়ে গেল ফেসবুক। সোশ্যাল মিডিয়া ডিরেক্টিভস ২০৮০ অনুযায়ী, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তার পরেও রেজিস্ট্রেশন করেনি মেটা। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যান হয়ে গেল নেপালে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইউটিউব, এক্স-ও।

    লাগাতার অতিভারী বৃষ্টির জেরে প্লাবিত দিল্লির একাংশ। জল ঢুকে পড়ল স্বামী নারায়ণ মন্দিরে। সিভিল লাইন্সে জমা জলে বন্যা পরিস্থিতি।

    শিয়ালদহ-বনগাঁ শাখায় প্রথমবার ছুটল এসি লোকল। উচ্ছ্বসিত যাত্রীরা। এসি লোকাল ট্রেন দেখতে শুক্রবার সকাল থেকেই স্টেশনে ভিড় জমিয়েছিলেন অনেকেই। ট্রেনেও ভিড় ছিল ভালোই। তবে যাত্রীদের একাংশের দাবি, ভাড়া একটু বেশি।

    বাংলায় SIR করতেই হবে। শুক্রবার এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে SIR হোক বাংলায়।’ এ দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বেঙ্গল ফাইলস’। তা নিয়েও সরব হন দিলীপ। তাঁর স্পষ্ট কথা, ‘যদি হলে চলতে না দেওয়া হয়, তাহলেও এই ছবি মানুষ দেখবে। বাড়িতে বসে দেখে নেবে।’

    ১৮ ঘণ্টার মধ্যে কাঠের অস্থায়ী সেতু তৈরি করল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে বেজা গ্রামের রাস্তা, সেতু। স্থানীয় বাসিন্দারা দিশেহারা। ভাদরওয়াহ যাওয়ার জন্য বাধ্য হয়েই নদী পেরতে হচ্ছিল। গ্রামবাসীদের জন্য কাঠের অস্থায়ী সেতু বানিয়ে দিলেন সেনা জওয়ানরা।

    মোদী-ট্রাম্পের ‘বন্ধুত্ব’ সর্বজনবিদিত। কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই বলে দাবি করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, ‘এক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তা নেই।’

    শুক্রবার সাধারণত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।  

  • Link to this news (এই সময়)