• খেলবে না সাদার্ন, বিনা যুদ্ধে সুপার সিক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার! লিগ থেকে বিদায় সৃঞ্জয় বসুর ভবানীপুরের
    আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • ফের নাটক। শেষ পর্যন্ত না খেলেই পরের রাউন্ডে ডায়মন্ড হারবার এফসি। কলকাতা লিগে শুক্রবার তাদের বিরুদ্ধে ম্যাচ ছিল সাদার্ন সমিতির। কিন্তু সাদার্ন বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, তারা এই ম্যাচে দল নামাতে পারবে না। ফলে সুপার সিক্সে চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার।

    বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারকে চিঠি দিয়ে এই ম্যাচ না খেলার কথা জানিয়ে দেয় আইএফএ। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা ওই চিঠিতে লেখে, ‘‘সাদার্ন সমিতি আমাদের জানিয়েছে, তারা শুক্রবারের ম্যাচে দল নামাতে পারবে না। আপনাদের অনুরোধ করা হচ্ছে, সাদার্নের বিরুদ্ধে ম্যাচে আপনারাও দল নামাবেন না।’’

    এই ম্যাচ না হওয়ায় ডায়মন্ড হারবার পুরো ৩ পয়েন্ট পেল। সে ক্ষেত্রে ১২ ম্যাচে তাদের পয়েন্ট হল ২৫। সুপার সিক্সে উঠল অভিষেকের ক্লাব। বিদায় নিতে হল সৃঞ্জয় বসুর ভবানীপুরকে। সৃঞ্জয়ের ক্লাব ১২ ম্যাচে ২২ পয়েন্টে ছিল। ডায়মন্ড হারবার শেষ ম্যাচে হেরে গেলে গোল পার্থক্যের বিচারে ভবানীপুর পরের রাউন্ডে চলে যেত। কিন্তু না খেলেই ৩ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার পরের রাউন্ডে চলে গেল।

    লিগের শেষের দিকের ম্যাচগুলি নিয়ে গত কয়েক দিন ধরেই নানা নাটক চলছে। গত মঙ্গলবার ভবানীপুর প্রথমে জানায় তারা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে দল নামাতে পারবে না। কিন্তু প্রায় গভীর রাতে নাটকীয় ভাবে সিদ্ধান্ত বদলে ভবানীপুর খেলার সিদ্ধান্ত নেয়। ভবানীপুর যদি বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে না খেলত, তা হলে সেদিনই পরের রাউন্ডে চলে যেত ডায়মন্ড হারবার। কিন্তু বুধবার ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে খেলে ভবানীপুর এবং গোলশূন্য ড্র করে। এর ফলে সুপার সিক্সে উঠতে শেষ ম্যাচে ১ পয়েন্ট দরকার ছিল ডায়মন্ড হারবারের। কিন্তু না খেলেই ৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে তলে গেল তারা।
  • Link to this news (আনন্দবাজার)