ক্রিকেটের পর বেঙ্গালুরু থেকে এ বার সরে গেল ফুটবল ম্যাচও, কোথায় হবে ভারত-সিঙ্গাপুর খেলা?
আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হল ভারত বনাম সিঙ্গাপুর দলের ফুটবল ম্যাচ। আগামী ১৪ অক্টোবর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী এই ম্যাচটি। তবে মাঠ বদলে সেটি হবে গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
অক্টোবরে দু’বার সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত। ৯ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেই ম্যাচটি কালাংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। বৃহস্পতিবার ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এশিয়ান কাপের কোয়ালিফায়ারের দ্বিতীয় পর্বের ম্যাচের জন্য দুই দলই একসঙ্গে গোয়ায় আসবে। সেখানেই ১৪ তারিখ হবে ফিরতি পর্বের ম্যাচ।
মাঠ না পাওয়ায় বেঙ্গালুরু থেকে গোয়ায় ম্যাচটি সরানো হয়েছে বলে জানিয়েছেন কর্নাটক রাজ্য ফুটবল সংস্থার সভাপতি এনএ হ্যারিস। তিনি বলেন, “কান্তিরাভা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স-সহ সব ধরনের খেলাধুলো হয়। ফুটবল ম্যাচ আয়োজন করতে হলে মাঠ তৈরি করতে আমাদের সময় লাগে। হঠাৎ করে ম্যাচটা আমাদের দেওয়া হয়েছিল। অন্য জায়গায় ম্যাচ সরে যাওয়ায় আমরা ব্যথিত। তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই।” হ্যারিস জানিয়েছেন, দ্রুতই বেঙ্গালুরুতে শুধু ফুটবলের জন্য একটি স্টেডিয়াম তৈরি করা হবে।
এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ড খেলছে ভারত। তারা বাংলাদেশের বিরুদ্ধে ০-০ ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরেছে। সেই ম্যাচটিই আগের কোচ মানোলো মার্কেজ়ের শেষ ম্যাচ ছিল। একটি জয় এবং একটি ড্র করে সিঙ্গাপুর গ্রুপে সবার উপরে রয়েছে। ভারত রয়েছে সবার নীচে। গ্রুপে যে জিতবে সে ২০২৭-এর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে।