• 'তোমার এত সাহস', মহিলা আইপিএস-কে হুমকি উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের! অবৈধ মাটি খননের কাজ বন্ধ করার জের ...
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অবৈধ মাটি খননের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধ গিয়ে উপ-মুখ্যমন্ত্রীর হুমকির মুখে পড়লেন মহিলা আইপিএস আধিকারিক। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। চরম বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার!

    দু'দিন আগের এই ঘটনা সোলাপুরের করমালা তালুকের কুর্দু গ্রামের। সেখানে রাস্তা নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত অবৈধ 'মোরাম' খননের অভিযোগে পদক্ষেপ নিতে গিয়েছিলেন মহকুমা পুলিশ অফিসার অঞ্জনা কৃষ্ণ। পুলিশ পদক্ষেপ করতেই তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। যার ফলে স্থানীয় এনসিপি কর্মীরা হস্তক্ষেপ করতে বাধ্য হন।

    এসবের মধ্যেই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্থানীয় এনসিপি কর্মী বাবা জগতাপ অজিত পাওয়ারকে ফোন করেছেন। তারপরই নিজের ফোন আইপিএস আধিকারিক অঞ্জনা কৃষ্ণার হাতে ধিরিয়ে দিচ্ছেন। ফোনের অন্যপ্রান্তে তখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

    ভাইরাল ভিডিও অনুসারে, জগতাপের ফোন থেকেই অঝিত পওয়ারকে আইপিএস অঞ্জনা কৃষ্ণার সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। শুরুতেই ওই আইপিএস আধিকারিক প্রশ্ন করছেন, "আপনি কী বলছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি কিনা। আপনি কি দয়া করে আমার নম্বরে সরাসরি ফোন করতে পারেন?" 

    জবাবে পাওয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পাল্টা আক্রমণ করেন, আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। বলেন, "আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি নিজে তোমার সঙ্গে কথা বলছি আর তুমি আমাকে সরাসরি ফোন করতে বলছো। তুমি আমাকে দেখতে চাও। আমার নম্বর নাও এবং হোয়াটসঅ্যাপে কল করো। তোমার কি সত্যিই এত সাহস আছে?"

    যেহেতু আইপিএস অঞ্জনা উপমুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর বুঝতে পারছিলেন না, তাই উপমুখ্যমন্ত্রী পরে ওই পুলিশ আধিকারিককে একটি ভিডিও কল করেন। কঠোরভাবে তাঁকে পদক্ষেপ বন্ধ করতে বলেন। জবাবে অঞ্জনা কৃষ্ণাদাবি করেন যে, তিনি বুঝতে পারেননি যে তিনি অঝিত পাওয়ারের সঙ্গেই কথা বলছেন কিনা। এনসিপি নেতা তারপর তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি উপমুখ্যমন্ত্রীর মুখ দেখে চিনতে পারছেন কিনা?

    আইপিএস আধিকারিকের সঙ্গে এবাবে কথা বলায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। যদিও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অজিত পাওয়ারের হয়ে সওয়াল করেছেন। দাবি করা হয়েছে যে, উপমুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাজ্য দলের প্রধান সুনীল তাতকারে বলেছেন, "অজিত দাদা হয়তো দলীয় কর্মীদের শান্ত করার জন্য আইপিএস আধিকারিককে তিরস্কার করেছিলেন। তিনি পদক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ করতে চাননি।" জোর দিয়ে তিনি বলেছেন যে, পাওয়ার কখনও অবৈধ কার্যকলাপ সমর্থন করেন না।

    দলের মুখপাত্র আনন্দ পরাঞ্জপে আরও বলেছেন যে, ভাইরাল ভিডিওটিতে রং চড়ানো হয়েছে। তিনি বলেন, "গণতন্ত্রে শ্রমিকদের অভিযোগও অবশ্যই শুনতে হবে। অজিত পাওয়ার কেবল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। ক্লিপটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।"  এনসিপি-র দাবি, অজিত পাওয়ারকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করার জন্য ক্লিপটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে।

    ডিএসপি অঞ্জনা কৃষ্ণ, তহসিলদার এবং মহকুমা কর্মকর্তা-সহ অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা জনসমক্ষে মন্তব্য করতে চাননি। কেবল বলেছেন যে- বিষয়টি তদন্তাধীন। এখনও পর্যন্ত কোনও পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি।
  • Link to this news (আজকাল)