মহিলা বিচারকের কাছে ৫০০ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বসলেন বৃদ্ধ! নেপথ্যের রহস্য চমকে দেবে আপনাকেও...
আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ৭৪ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ, মধ্যপ্রদেশের রেওয়া জেলার এক মহিলা বিচারকের কাছে ৫০০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু আসল রহস্য এখানেই। জানা গিয়েছে, নিজের এক বন্ধুকে ফাঁসাতে ওই বন্ধুর নাম করে মহিলা বিচারকের কাছে মুক্তিপণ দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন তিনি। তাঁর আসল লক্ষ্যই ছিল নিজের প্রতিদ্বন্দ্বীকে ফাঁসিয়ে তাঁর থেকে প্রতিশোধ নেওয়া। শেষমেশ তাঁর ওই ষড়যন্ত্র ব্যুমেরাং হয়ে যাওয়ায় নিজেই ফেঁসে যান বৃদ্ধ। জানা গিয়েছে, রেওয়ার টিওন্থর আদালতে কর্মরত বিচারক মোহিনী ভদোরিয়া ২ সেপ্টেম্বর ডাকযোগে একটি হুমকি চিঠি পান।
২৮ আগস্ট প্রয়াগরাজ থেকে পাঠানো ওই রেজিস্টার্ড চিঠিতে লেখা ছিল, ‘বাঁচতে চাইলে টাকা দাও।’ চিঠিতে স্বাক্ষর করা ছিল ‘সন্দীপ সিং’ নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তি নাকি কুখ্যাত হনুমান গ্যাংয়ের সহযোগী। বিচারকের অভিযোগের ভিত্তিতে রেওয়ার পুলিশ সুপার বিবেক সিং বিশেষ তদন্তকারী দল গঠন করেন। প্রথমে সন্দেহ যায় প্রয়াগরাজের বাসিন্দা সন্দীপ সিংয়ের উপর। তাঁর হাতের লেখা পরীক্ষাও করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধান ও ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, তাঁকে আসলে ফাঁসানো হচ্ছে। পরে প্রয়াগরাজের আরএমএস পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে প্রকৃত রহস্য। এক বৃদ্ধ ব্যক্তি রেজিস্টার্ড পোস্টে চিঠি পাঠাচ্ছেন। তাঁর পরিচয় মেলে দেবরাজ সিং নামে। জানা যায়, তিনি শঙ্করগড় শহরের রাজকোঠি গ্রামের বাসিন্দা।
পুলিশি তদন্তে জানা যায়, দেবরাজ সিং নামে ওই ব্যক্তির সঙ্গে সন্দীপ সিংয়ের ব্যক্তিগত শত্রুতা ছিল। কয়েক সপ্তাহ আগে সন্দীপ নাকি তাঁকে মারধর করেছিল। সেই আক্রোশে তিনি প্রথমে থানায় অভিযোগ করলেও সন্তুষ্ট হননি। শেষমেশ প্রতিশোধ নিতে সন্দীপকে ফাঁসাতে নিজের নাম গোপন রেখে ওই হুমকি চিঠি লেখেন এবং মুক্তিপণ দাবি করেন। জেরায় দেবরাজ স্বীকার করেছেন, ইচ্ছে করেই সন্দীপের নামে চিঠি লিখেছিলেন তিনি যাতে তাঁকে ফাঁসানো যায়। ৫০০ কোটি টাকার অঙ্ক কেবল মামলাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ব্যবহার করেছিলেন তিনি। বৃহস্পতিবার দেবরাজ সিংকে গ্রেপ্তার করে টিওন্থর আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে প্রমাণস্বরূপ রেজিস্টার্ড পোস্টের রসিদ সহ একাধিক নথি জব্দ করেছে পুলিশ।