আগামী ক'দিন আরও বৃষ্টি? আপডেটে যা জানাল হাওয়া অফিস
আজ তক | ০৫ সেপ্টেম্বর ২০২৫
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আপাতত সরাসরি বাংলায় প্রভাব ফেলছে না। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতা বাড়ছে। সেই কারণেই আগামী কয়েক দিন বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে।
কলকাতায় শুক্রবার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস। শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রবল। কলকাতায় আবার সোমবার ঝড়বৃষ্টি নামতে পারে। সে দিন দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। যদিও উপকূলবর্তী এলাকায় এখনও পর্যন্ত আলাদা কোনও অ্যালার্ট নোটিফিকেশন নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।