• পুজোর আগে খুলছে মাছ বিক্রির আরও ১২টি স্টল, কলকাতা, নিউটাউনে সুফল বাংলা
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাইপাসের ধারে ক্যাপ্টেন ভেড়িতে ন্যায্য মূল্যে সুফল বাংলা (মৎস্য) স্টল থেকে তিন মাসে প্রায় ২ লক্ষ টাকার মাছ বিক্রি হয়েছে। তাতে উৎসাহিত হয়ে পুজোর আগে কলকাতা ও নিউটাউনে আরও ১২টি সুফল বাংলা (মৎস্য) স্টল চালুর উদ্যোগ নিল মৎস্য দপ্তর। স্টলগুলি তিন বছরের জন্য একেক জনকে লিজে দেওয়া হবে। দ্রুত সেগুলির উদ্বোধন হবে। এতদিন শহরের ক্যাপ্টেন ভেড়িতে থাকা এই স্টল থেকেই কম দামে রুই, কাতলা, পাবদা প্রভৃতি মাছ কেনার সুযোগ ছিল ক্রেতাদের। কিন্তু দূরত্বের কারণে এই একটিমাত্র স্টল থেকে চাইলেও অনেকে মাছ কিনতে পারতেন না। তাই এবারে এই ১২টি নতুন সুফল বাংলার স্টল করার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়কে বেছে নেওয়া হয়েছে। বড় বড় বাজার, যেমন হগ মার্কেট, বাঁশদ্রোণী মার্কেট, গড়িয়াহাট মার্কেট প্রভৃতি জায়গায় হবে এই স্টল। নিউটাউনের অ্যাকশন এরিয়া ২, ৩ এলাকাতেও এই স্টল তৈরি করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)