• অভিষেকের বৈঠকে উঠল হাওড়া পুরভোট প্রসঙ্গ, কী বললেন তৃণমূল সেনাপতি
    হিন্দুস্তান টাইমস | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • বিধানসভা ভোটের আগে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়া সদরের দলের শীর্ষ নেতাদের সঙ্গে সেই বৈঠকেই ফের সামনে এল হাওড়া পুরসভায় টানা সাত বছর ভোট না হওয়ার প্রসঙ্গ। দলের অন্দরেই উঠে এল অভিযোগ, নির্বাচনের অভাবে শহরে নিত্যদিনের পুরপরিষেবা ভেঙে পড়েছে, আর তার প্রভাব পড়ছে সরাসরি মানুষের জীবনে। বৈঠকে অভিষেক আশ্বাস দেন, এই ইস্যুতে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন।


    উল্লেখ্য, ২০১৩ সালে সর্বশেষ পুরভোট হয়েছিল হাওড়ায়। তার পর থেকে একাধিক আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে নির্বাচন। ২০১৫ সালে রাজ্য সরকার হাওড়া পুরসভাকে বালি পুরসভার সঙ্গে যুক্ত করে বিল পাশ করে। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাতে অনুমোদন দেননি। পরবর্তীতে আবার বালিকে পৃথক করার জন্যও নতুন বিল পাশ হয়। কিন্তু সেটিও নানা জটিলতায় কার্যকর হয়নি। ফলে ২০১৮ সাল থেকে বকেয়া পড়ে রয়েছে পুরনিগমের ভোট। এই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মধ্যে কার্যত কাউন্সিলরশূন্য অবস্থায় চলছে হাওড়া পুরসভা। নাগরিক সমস্যার সমাধানে যে প্রতিনিধি-ব্যবস্থা সবচেয়ে জরুরি, তা না থাকায় প্রশাসনিক শূন্যতা প্রকট হচ্ছে। গত মার্চে বেলগাছিয়া ভাগাড় বিপর্যয়ের ঘটনায় সেই শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এরই মধ্যে সম্প্রতি বালি পুরসভায় নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় বিধায়ক রানা চট্টোপাধ্যায়। তবে এই পদক্ষেপে হাওড়ার তৃণমূল শিবিরের একাংশের মধ্যে অসন্তোষও বাড়ছে।

    বৈঠকে হাওড়ার রাজনৈতিক অঙ্কও খতিয়ে দেখেন অভিষেক। দলের সূত্রে খবর, তিনি আলাদা করে উল্লেখ করেছেন, ২০২১ সালের বিধানসভা ভোটে যে ব্যবধান ছিল, ২০২৪ লোকসভা নির্বাচনে তা কেন কমেছে, সেই কারণ এখনই খুঁজে বের করতে হবে। বিশেষত শিবপুর ও মধ্য হাওড়া কেন্দ্রের ফলাফল নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি উত্তর হাওড়া এবং বালির নেতৃত্বকেও সতর্ক করে দেন, যেখানে সামান্য ব্যবধানে তৃণমূল জিতলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি।

    উল্লেখ্য, হাওড়া সদর সাংগঠনিক জেলায় মোট ৮টি বিধানসভা আসন রয়েছে। সব ক’টিতেই বর্তমানে তৃণমূলের দখল থাকলেও বিজেপির শক্ত ভিত অস্বীকার করা যাচ্ছে না। তৃণমূল নেতৃত্বের আশঙ্কা, ভোট না হওয়ার বিষয়টিকে বড় হাতিয়ার করে সামনে আনবে বিরোধীরা।

    হাওড়ার এক তৃণমূল নেতার কথায়, শহরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মানুষ জানেন। ভোট না হওয়ার নেতিবাচক প্রভাব দলকে ভোগ করতে হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এটা দলের জন্য বাড়তি চাপ।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তাই উন্নয়ন ও সাংগঠনিক শক্তির পাশাপাশি পুরভোটের অনিশ্চয়তা বড় রাজনৈতিক অঙ্কে পরিণত হয়েছে। আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই এ নিয়ে কী পদক্ষেপ হবে, সেদিকেই এখন তাকিয়ে হাওড়া তৃণমূল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)